কাল ঈদ উল ফিতর।
সবাইকে ঈদ মোবারক। ।
এবার ঈদের লবা ছুটিতে অনেক বাংলাদেশী দেশের বাইরে গিয়েছে ঈদ উদযাপন (?) করতে। উন্নয়নের ঠেলায় গতি আমাদের এখন উলটো দিকে। আগে ঈদে গ্রামে যেতাম নাড়ীর টানে।
মা-বাবা,দাদা-দাদী,আত্মীয়-সবজন, গরীব - দুখী পাড়া প্রতিবাশী সবাইকে নিয়ে ঈদের দিনটি ছিল কত না মধুর !!
আর এখন --------??
সেই পুরনো কথা : বেগ - আবেগে সন্ধি হবে না কখনো ।
ঈদ মোবারক !! ঈদ মোবারক !!
পুনশ্চ : আমার কিছু নিকট আত্মীয় ও বন্ধু বান্ধব গিয়েছে দেশের বাইরে ঈদ করতে। তাদেরকে আমার করুণা করতে, হেদায়েত করতে ইছছা করে।
No comments:
Post a Comment