কয়েকদিন ধরে আকাশ যেভাবে অঝোর ধারায় কেঁদেই চলেছে মনে হচ্ছে ঈদের দিনটাকে উজ্জ্বল ঝলমলে রাখতেই আকাশের এই কান্নাকাটি।
তারপরেও জানিনা কোন গোপন রহস্য, কোন গোপন বার্তা আকাশ মনে লুকিয়ে রেখেছে,কালকের জন্য!!!
কালকের আকাশ যতই উজ্জ্বল আর চমৎকারই থাকুক না ঈদের নামাজ শেষে কিংবা নামাজ না পড়েই নতুন কাপড় পড়ে ফুল সাহেব বাবুটি সেজে সাগরিকা কিংবা বনানী কমপ্লেক্সে ঢু মারা হবে না সেই ছোট্ট বেলাটির মত। কিংবা সবাই মিলে গ্রুপ বেঁধে ঈদের দিনটিতে কলোনীর অলিগলিতে ঘোরাফেরা কিংবা বন্ধু বান্ধবদের বাসায় গিয়ে খালা চাচীদের রান্না করা মজাদার সেমাই খাওয়া হবেনা। ঈদের দিন বেলুন বাঁধা বাশি কিনে সবাই মিলে কি পরিমান যে পে-পো রব তুলতাম তা সত্যিই বর্নণাতীত। আহারে কি মজার দিনই না ছিল। আরো যে কত কি..............
আমাদের সন্তানদের জন্য আফসোসই হয় যখন ভাবি ওরা কত কিই না মিস করছে! ওদের ঈদ মানে নতুন কাপড় পড়ে এই রুম থেকে ওই রুমে দৌড়ানো আর বিকেলে হয়তো বাড়ির ছাদে যাওয়া আর নয়তো বাবা মার সাথে পার্কে কয়েক ঘন্টা ঘুরে আসা।
মাঝে মধ্যে নিজেরই আফসোস হয় যখন আমাদের সময়ের মজা করার গল্পগুলো ওদেরকে বলে পুরোপুরি বোঝাতে পারিনা। টাইম মেশিন থাকলে ভাল হত, সময়টাকে রিওয়ান্ড করে বৌ ছেলে মেয়েসহ ফ্যামিলির অন্য সবাইকে নিয়ে চলে যেতাম সেই সময়গুলোতে। পূর্বের সময়ে যেয়ে কিছু করতে না পারতাম কিন্তু দেখেতো চোখ জুড়াতো!!!
No comments:
Post a Comment