Wednesday, October 14, 2015

ছেড়ে আসা সময় গুলো আজো খোজে আমায়

- Atiq CSM

ছেড়ে আসা সময় গুলো আজো খোজে আমায়
উড়িয়ে যায় নিয়ে কলোনির সেই শিতল ছায়ায়।
যেখানেই থাকি আমি
রয়েছি আজো বেচে সিএসএম এর ভালোবাসায়।
হৃদয়ে রয়েছে সবার
দিনগুলো সেই ভালোবাসার।
দূরে যতই যাই,তবু শুনতে পাই
মনে হয় বলছে যেনো
আজো ভালোবাসি তোমায়।
মন ফিরে ফিরে চায়
আজ সিএসএম কোথায়
কাটিয়েছি অর্ধেক জীবন যেখান টায়।
আবেগ মাখা ঐ জীবনে কি ছিলো জানিনা
তাইতো আজো সিএসএম কে ভুলতে পারিনা।।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss