** কিছু না বলা মানে, অনেক কিছু বলা।।
** দু:খ যার সারা জীবনের সাথী তার আবার দু:খ কিসের।।
জ্বি না ভাই ও বোনেরা এগুলো আমার কোন কথা নয়। এতো উচ্চ মার্গের কথা বলার গুন আমার নেই । শ্রদ্ধেয় Mdnurul Kabir Niru নিরূ ভাইয়ের উক্তি। কয়েক দিন ধরে আমার শরীর টা ভালো যাচ্ছিলোনা, উনার এ মহামূল্যবান উক্তি শোনার পর এখন আমি অনেক ভালো বোধ করছি। সে হিসাবে বাংলাদেশের স্বাস্ব্য বিভাগে উনি ব্যাপক অবদান রাখতে পারবেন বলে আমার বিশ্বাষ। নিরু ভাইয়ের সংগে আজ দুপুরে আমার টেলিসংলাপ হয়। উনি আমার মাধ্যমে জাতির প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ নিরু ভাই ।
No comments:
Post a Comment