বিষয়: আহাম্মকের সতর্কীকরণ এবং অতপর………
এ কয় দিন ব্যস্ততার জন্য নেটে বসতে পারিনি। আজ কলোনীতে ঢুকে দেখি আরে খোদা !! আমার ভাই বোনরা তো আমাকে নিয়ে ফাটা ফাটি অবস্থা। ইনবক্সের ডাব্বা ভরি ভরি লেখা। ও ও…রে আমার ভাই বোনরা আমি রাগ-ফাগ করিনি।আমার ভয় হচ্ছিল আমরা সবাই যে ভাবে হা..হা…হি…হি করছি কখন মুখ ফসকে কে কী বলে ফেলি শেষে সব কিছু না জগা খিচুরী পাকিয়ে যায়।আমার মনে হচ্ছিল তাই লেখাটা দিয়ে তোমাদের সতর্ক করার চেষ্টা করেছি। এখন দেখি আমার ভাই-বোনরা এতো সতর্ক যে লাঠি-সটা নিয়ে বাইরা-বারির অবস্থা।
তোমাদের এ অবস্থা দেখে আমি নিজেই আহাম্মক হয়ে গেছি।বাসায় তো বেবীর ভ্যর ভ্যরানি চলছেই।
এখন তোমাদের কাছে মাফ চাই, তোমাদের মন খারাপ করে দেয়ার জন্য আর দোয়া চাই যাতে বাসায় বেবীর ভ্যর ভ্যরানি বন্ধ হয়।
১৪/১১/১৫
No comments:
Post a Comment