গতকাল সবার মতামত এর উপর আমরা একটা সিদ্ধান্ত হয়েছে যা পোস্ট করা হয়েছে, আগামী ২৯/০১/২০১৬ ইং গানার ক্লাব এ আমরা সিএসএম কলোনী বাসী এক গ্রেন্ড আড্ডায় মিলিত হতে যাচ্ছি। সে জন্য সিএসএম এর সকল ভাই বোনদের অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আমরা কলোনী থেকে ১৯৯৩ এ বের হয়ে যাই।দুবছর চিটাগাং ছিলাম তারপর ঢাকা চলে যাই। আজ আমার, ও আমাদের অনেকের বাবা বেচেঁ নেই,অনেকের বাবা অসুস্থ।
আজ আমার বাবার কথা কেন জানি বেশী মনে পড়ছে,হয়ত বাবা থাকলে এই আড্ডায় নিয়ে আসতাম।সেই দিন রাসেল এর একটা লেখায় সে লিখেছিল তার বাবা তাকে নিয়ে তাদের বিল্ডিং এর সামনে গিয়ে আওয়াজ করে কেঁদেছিল,সেইদিন লেখাটা পরে চোখের জল ধরে রাখতে পারিনি।তাই বাবা- মা আছে যাদের সবাই চেষ্টা করব আড্ডায় তাদের নিয়ে আসার।আর সবার কাছে একটা বিশেষ অনুরুধ আমাদের যার যার কাছে কলোনীর মোবাইল নাম্বার আছে,বা আশে পাশে থাকে তাদের এই আড্ডায় নিয়ে আসার চেষ্টা করব।রেজা ভাইয়ের একটা কথা এ জায়গায় বলতে হয় এক ভাইকে বলেছে আড্ডা সুন্দর ও সফল হওয়ার জন্য কি করতে হবে শুধু বল -------.।
তাই রেজা ভাই,জসিম ভাই,নাজমুল ভাই,কমু ভাই,আতিক ভাই,টিটু ভাই,মিঠু ভাই,শাহিন ভাই,বন্যা বুবু,জাফর ভাই,মানিক ভাই,লিটন,সাজু,হেলাল,সফি আলম ভাই,সুমন,খোকন ভাই,মিতু ভাই,উওম ভাই,টলি ভাই,পুলক,টিংকু,টিপু,বাবু,সামি,তারিক,আপেল,নাসের,রাজিব,জাবেদ,নমি,জনি,সুজন, আরিফ,শায়লা,রিনি, সহ সকলকে ও বিদেশে রাসেল,তাসকু,তাহের,মাসুদ সহ আরো যারা আছে সবাই কে ধন্যবাদ জানাই। সব শেষে এটা বলব
দেখা হবে বন্ধু
২৯ এ জানুয়ারি
গ্রেন্ড আড্ডায়
তোমাদের প্রতীক্ষায়।
No comments:
Post a Comment