Saturday, November 7, 2015

আবিয়াত্যাদের বিয়ে নিয়ে ভাবনা



আবিয়াত্যাদের বিয়ে নিয়ে ভাবনা

জাবেদ কালকে মেডিকেলে দুষ্টুমীর ছলে বলেছে, বিয়ের আগেই যেন প্রোগ্রাম হয়ে যায় তাইলে ১০০০ টাকা দিয়ে বাঁচা যাবে।। কিন্তু আমরা চাই জাবেদের মত আরো যারা আবিয়াত্যা আছে ছেলে অথবা মেয়ে সে যেই হোক তাদের এই স্বপ্ন যেন কিছুতেই পুরণ না হয়। বন্ধু কাজীতো বলেছে প্রোয়োজনবোধে ইতিহাস সৃষ্টির জন্যই প্রোগ্রামেই ওদের সবার সাদি মোবারক সম্পন্ন হবে। তাই আমাদেরকে এই স্বল্প সময়েই আগে লিষ্ট করতে হবে আমাদের আবিয়াত্যা ভাই বোন দের নাম তারপর এদের জন্য মেয়ে (ছেলেদের জন্য), ছেলে (মেয়েদের জন্য) দেখতে নেমে পরতে হবে। অবশ্যই সবই হবে ওদের বাবা মার অনুমতিতে। বাবা মা এই পোলা মাইয়া নিয়া অনেক সমস্যায় আছে। তাই আমাদেরকেই নেমে পরতে হবে পবিত্র এই কাজে।


আমাদের হাতে সময় কম তাই আমাদের মধ্যকার যাদের শ্যালক- শ্যালিকা (শালা-শালী বললে কেমন যেন গালি দেওয়া শোনায়) কিংবা দেবর আছে তাদেরকেই যদি ওদের সাথে জুড়ে দেওয়া যায় তাইলে কেমন হয়? এটা একটু বিবেচনায় রাখতে হবে। হিহিহিহিহি (ভিলেইন মার্কা হাসি)

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss