Monday, February 15, 2016

কাল খুব ব্যাস্ত ছিলাম ও মনটা ভাল ছিল না তাই আজ সকালে লিখলাম


কাল খুব ব্যাস্ত ছিলাম ও মনটা ভাল ছিল না তাই আজ সকালে লিখলাম।
১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার মানুষ যে কেও হতে পারে। আপনি আপনার মাকে ভালবাসেন তার জন্যে দিবস লাগেনা।
সন্তানকে ভালবাসেন তার জন্যে দিবস লাগেনা। প্রতিদিনইতো তার জন্যে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। নাহয় একদিন ঘটা করে জানালেন আই লাভ ইউ। দোষের কি?
ভাইবোনকে ভালবাসেন তার জন্যে দিবস লাগেনা। আত্বীয় স্বজনকে ভালবাসেন তাতেও দিবস লাগেনা। ভালবাসা প্রতিদিনের। না হলে এই পৃথিবী সুন্দর হতনা।
শিক্ষক এতো কষ্ট করে পড়ে শিক্ষক হন যাতে শিক্ষার আলো ছড়িয়ে পড়ে। মানুষ উপকৃত হন। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে বলে।


বিজ্ঞানীরাও এতো পরিশ্রম করেন কার জন্যে? মানুষের ভবিষ্যত যেনো নিষ্কন্টক হয়। আরেকটা পৃথিবীর খুজে যেনো নিজের প্রজাতি সহ প্রত্যেক প্রানীকে আরেকটা ঠিকানা দিয়ে যেতে পারেন।
সবাই নিজের নিজের জায়গায় সবাইকে ভালবাসে। সেক্রিফাইস করেন ভালবাসার জন্যে।
এই একটা দিন কেউ যদি তার প্রিয় কারো জন্যে পালন করে তাতে অসুবিদা কি? প্রিয়জনকে সবাই ভালবাসে প্রতিদিন। তারা স্বামী স্ত্রী হতে পারেন।
তারা প্রেমিক প্রেমিকা হতে পারেন। বালক বালিকা হতে পারে। তারা যুবক যুবতী হতে পারেন।
ভালবাসা দিবস বানিয়ে এই একটা দিন তার মনের মানুষকে খুশি করতে চায় তাতে দোষ কি?
তার মনকে যদি সে এই দিনে খুশি করতে চায় কাওকে কাছে পেয়ে দোষ কি?
তাই এই দিনে তোমাদের জন্যে শুভ কামনা। আপনাদের জন্যে শুভ কামনা। তোদের জন্যে শুভ কামনা। আমিও সবাইকে ভালবাসি। প্রিয় আম্মা, আব্বায ভাইবোন, csm colony, বন্ধু ও কাছের দুরের সবাইকে।
অপেক্ষায় থাকি আমার ভালবাসার প্রিয়দের তালিকায় আরো একজন প্রিয় মানুযের।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss