বলেছিলাম এই পেজে সক্রিয় থাকব তাই মাঝে মাঝে লিখা...কিন্তু তারপরও পারি না... দুঃখিত!! কারন আমি আসলে সময়ের সাথে পেরে উঠি না...। আর ও কিছু কারন আছে, বলব তবে এখন না......সময় হোক তখন বলব পরিবেশ পরিস্তিতি বুঝে।
১৯৯৯ সালের ৯ ই সেপ্টেম্বর এই তারিখটা আমার পরিবারে অন্য কারও মনে আছে কিনা আমার সন্দেহ আছে কিন্তু আমার খুব মনে আছে যেদিন একটা বড় ট্রাক এসেছিল আমাদের কফিনে করে বেধে কলোনি থেকে ছুড়ে ফেলার জন্য, অন্য আর দশটা পরিবারের মত...। আমার সব বন্ধুই এসেছিল সেইদিন কিন্তু তারপর ও একা একা লাগছিল... কিন্তু এমনটি তার আগের দিন ও লাগে নাই... আসলে মোটেও প্রস্তুতি ছিলাম না...এমন একটা দিন মেনে নিতে হবে...আর সেই দিনটাই এখন জীবনে পরিনত হয়ে গেছে...... অর্থাৎ সারা জীবনের জন্য সব হারিয়ে ফেলেছিলাম...।
খুব কষ্টের মাঝে একটু ভাল লেগে ছিল যখন আমার বন্ধুদের মাঝ থেকে বাবু, পরাগ, লিটন বলল ওরা ও যাবে আমার সাথে আমার বাড়ি পর্যন্ত (চট্রগ্রাম - ঢাকা) তখন যে কি খুশি আমি হয়েছিলাম তা বুজিয়ে বলতে পারব না...।দোস্তরা তোদের এই ভালবাসা নিয়ে আমি এখন ও অনেকের সাথে বড়াই করি। আমার এই লিখার মাধ্যমে আমার সমস্ত বন্ধুদের প্রতি জানাই আমার অকৃএিম ভালোবাসা...সেই সাথে আমার সব ভাই ও বোনদের প্রতি ও ভালোবাসা ও সালাম।
দেখ কি লিখতে বসলাম আর কি লিখলাম ভাবলাম অনেক দিন কেউ কোন আম চুরি ডাব চুরির কিছু লিখে না, আমি লিখি একটা কিন্তু আবেগ আমাকে নিয়ে গেছে অন্য এক গলিতে যেখানে সৃতির পাতায় এখনো আমি নিমগ্ন। চুরির ঘটনা আর এক দিন লিখব আজ এই পর্যন্তই থাক।
No comments:
Post a Comment