উফ আর পারিনা
কি যে এক যন্ত্রণা
কোন সুখে যে তোকে
ধরে ছিলাম
এখন ছাড়তেও পারিনা
দুই কান ধরে বলি ভাই
তোর সাথে আমি আর নাই
ঈমানে বললাম
কাল থেকে, আমি
একা চললাম
দেখবো শালা, তোর ঘাড়ে
কয়টা মাথা
আমিও বাপের বেটা
দিলাম তোকে তালাক
এখনি তুই ভাগ
সারাফের মা শুনছো নাকি
আর দিবোনা কথার ফাকি
এই বার বলছি তোমার হাতে ধরে
সিগারেটের সাথে আড়ি দিলাম"জনম ভরে"।
No comments:
Post a Comment