Friday, March 18, 2016

ছোট বেলায় সকালে হোটেল থেকে মাঝে মাঝে রুটি বা পরোটা আনতে যেতাম


ছোট বেলায় সকালে হোটেল থেকে মাঝে মাঝে রুটি বা পরোটা আনতে যেতাম।।অবশ্যই ষ্টীল মিল বাজারে।।তো সব সময়ই একটা বেশি নিতাম।।কাউন্টারে পাঁচটার টাকা দিলে ছয়টা নিতাম।।কোন সময়ই ধরা পরতাম না।।

কিন্তু আজ ঘটলো ভিন্ন ঘটনা।।কর্মস্থলের এড়িয়ার একটি হোটেলে নাস্তা করতে ঢুকলাম হঠাৎ সোরগোল শুনতে পেলাম।।এখন দোকানের মালিক আমাকে চিনে বলে একটি আট-দশ বছরের ছেলেকে আমার সামনে হাজির করালো এবং বললো এর বিচার করুন।।প্রশ্ন করলাম কি হয়েছে??বললো হারামি দুই পরোটার টাকা দিয়ে তিন পরোটা নিছে।।সাথে সাথে খাবার আমার বন্ধ হয়ে গেল।।ফিরে গেলাম অতীতে।।হায়রে কপাল,,শেষ পর্যন্ত এখানে ধরা পরলি।।তাও আবার আমার কাছে!!চিন্তায় পড়ে গেলাম।।কি করা যায়।।হাজার হোক আমার অনুসারী।।উপকারতো করতেই হয়।।

বললাম থাক বাদ দেন।ছোট মানুষ।।বলে বিদায় করে দিলাম আর মনে মনে ভাবলাম আল্লাহ্ কি বাঁচান বাঁচাইলা।।
এ জন্যই বোধ আমার বাহিনীর একটা প্রবাদ প্রায়ই বলতে শুনি যে,,একশ একটা পাপ করলে নাকি এই চাকরি মানুষের কপালে থাকে।।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss