Thursday, March 3, 2016

পরিসংখ্যানঃ জানুয়ারী ২০১৬ (০১ জানুয়ারী ২০১৬ টু ৩১ জানুয়ারী ২০১৬ পর্যন্ত)


রেজা ভাই আমাকে বলেছিল ২০১৬ তে আলাদা করে পরিসংখ্যান করতে, কারণ অনেকেই অনেকপর থেকে লিখা শুরু করেছে তাই আমি এইবার জানুয়ারী, ফেব্রুয়ারী এবং গ্র্যান্ড টোটাল আলাদা আলাদা ভাবে পরিসংখ্যান করেছি যেন নতুন লেখকরা উৎসাহিত হয়।

যদি আমি ফেব্রুয়ারীর সাথে জানুয়ারীর তুলনা করি তাহলে আমার কাছে জানুয়ারীর ফলাফলটা তেমন আশানুরূপ হয়নাই। জানুয়ারী মাসে লেখকের সংখ্যা এবং লিখার সংখ্যা দুইটাই কিছুটা কম ছিল তাই লড়াইটা তেমন জমে উঠে নাই। সবাই মনে হয় গ্র্যান্ড আড্ডার প্রস্তুতি, কেনাকাটা এবং গ্র্যান্ড আড্ডা সংক্রান্ত বিভিন্ন কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল তাই লিখার সময় পায় নাই। আমি নিজেও জানুয়ারীতে ফেল মারছি। জানুয়ারীতে আমার বেশকিছু পোস্ট ছিল কিন্তু পরিসংখ্যান এ কাউন্ট করার মত একটা পোস্টও নাই, তাই জানুয়ারীতে আমিও স্টার মার্কসহ ফেল ।

অবশ্য ফেব্রুয়ারীতে আমরা এর সম্পূর্ণ একটা উল্টা চিত্র দেখতে পাব কারণ ফেব্রুয়ারীতে লিখার সংখ্যা এবং লেখকের সংখ্যা ছিল অকল্পনীয় যা আমাকে এবং আশা করি আমাদের সবাইকে খুব অবাক করবে। তাই লড়াইটা খুব জমে উঠেছিল। আর বেশি কিছু না বলি বাকিটা আমরা ফেব্রুয়ারীর পরিসংখ্যানে দেখব।

যাইহোক এইবার ফলাফল প্রকাশ করি।


Facebook CSM Colony পেজ এ জানুয়ারী ২০১৬ (০১ জানুয়ারী ২০১৬ টু ৩১ জানুয়ারী ২০১৬ পর্যন্ত) ছোট, বড়, মাঝারি, বাংলা, ইংলিশ, বাংলিশ মিলিয়ে এখনো পর্যন্ত সকল ছোট, বড়, মাঝারি ভাই বোনদের মোট লিখার সংখ্যা (অনুছড়া/পরমাণু ছড়া/হঠাৎ ছড়া বাদে) ৮৯ টি এবং লেখকের সংখ্যা ৩৩ জন। যদি কারো লিখা ভুলবশত বাদ যায় তাহলে ক্ষমা করবেন।

# জানুয়ারী ২০১৬ এ আতিক ভাই এর লিখা সবচেয়ে বেশি, উনার সর্বমোট লিখার সংখ্যা ১৯, 
# দ্বিতীয় অবস্থানে আছে জাভেদ ভাই, স্কোরঃ ১২, 
# তৃতীয় অবস্থানে আছে রেজা ভাই, স্কোরঃ ৭।

নীচে বিস্তারিত দেয়া হলঃ

1. Atiq CSM (19)
2. Javed (12)
3. Anisur Rahman Reza (7)

4. Anwarul Hoque (4)
5. Iftee Nomi (4)

6. Ava Abid (3)
7. Chand Sultana Bonna (3)
8. Ishrat Jahan Shaila (3)
9. Sayed Samee (3)

10. ADM Salauddin (2)
11. Babu CSM (2)
12. Jhumur Jhum Jhum (2)
13. Mahabub Rasel (2)
14. Ripon Akhtaruzzaman (2)
15. Shamima Bithi (2)
16. Taskin (2)

17. Abu Naser (1)
18. Arif (1)
19. Aslamuddin Mamun (1)
20. Farzana Akhter (1)
21. Farzana Rini (1)
22. Hamytur Rahman (1)
23. Hasan Rubayet (1)
24. Kamar Uddin Komu (1)
25. Mahmud Hasan (1)
26. Major Rajib (1)
27. Nazmul Huda (1)
28. Niaz Morshed (1)
29. Pulak (1)
30. Sajib Dey Apu (1)
31. Shafiullah Manik (1)
32. Suzan Hasanat (1)
33. Tinku (1)

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss