Thursday, March 3, 2016

"ইউনুসের দাড়ি"


আমাদের প্রিয় ইউনুস,, দাড়ি রাখা শুরু করেছে। থুতনি র গোড়ায় অল্প কিছু দাড়ি দেখতে ভালোই লাগে। রাতে ভাত খাওয়ার পর যখন সিগারেট খাওয়ার জন্য তার দোকানে যেতাম আমার নিয়মিত প্রথম কাজই ছিলো আমার হাত দিয়ে খুব ভক্তি সহকারে ইউনুসের দাড়িতে হাতের স্পর্শ করে সেই হাতে আবার চুমু খাওয়া, অনেকটা কদুমবুসি স্টাইলে। আমার এভাবে ভক্তি সহকারে তার দাড়িতে চুমু খাওয়াটা ইউনুস খুব উপভোগ করত। আর আমার কাছে বিষয়টি ছিলো মজা করার জন্য। 

তবে একবার আমার উপর খুব ক্ষেপে গিয়েছিল ইউনুস। একদিন আমি খুব হন্তদন্ত হয়ে সিরিয়াস ভংগিতে ইউনুস কে বললাম "ইউনুস তোর দাড়িতে কখনও টান টান লাগে" ইউনুসও সিরিয়াস ভংগি তে উত্তর দিলো "নাতো এরকম কখনো হয় নাই"। এর পর আমি বললাম "যদি টান লাগে তাহলে মনে করবি তোর দাড়ি তে শয়তানে ঝুলে ঝুলে দোল খাাইতেছে। এ কথা শুনে তার সুপারি কাটার চাকু নিয়ে আমাকে দৌড়ানি দিলো ধরতে না পেরে যত গালাগালি ছিলো সবই আমার উপর সে ঢাললো এবং অনেক দিন আমাকে বাকী দেওয়া বনধ করে দেয়।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss