সব ভুললে জীবনে দুসটামির জন্য খোরশেদ আলম (মানিক) ভাই এর মাইর যে পরিমান খাইছি, তা ভুলার না, যখন যখন ইরাক এ জব করছি, ১পাকিস্তানিরে মেরে, জেল এ গেছিলাম মাইর খাইনাই, দেশে আসার পর ১দিন মেডিকেল থেকে আসার সময় রাত আনুমানিক ০১:৩০ দিকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়, মাইর খাই নাই, মনে হয় আমার ভাগ্য যে মাইর ছিল সব আমারে মানিক স্যার এ দিয়ে দিছে, তখন অনেক জীদ লাগলে ও এখন বুঝি, স্যার যা করতেন আমার ভালোর জন্যা করতেন, ১টা প্রশ্ন এখনো মনে মধ্যে ঘুরপাক খায়, মানিক স্যার আমারে ১দিন পানিতে অনেক চুবাইসে, কিনতু কেন চুবাইসে আজ ও বলতে পারিনা, নাকি অন্য কারো জীদ আমার উপর উরাইছে, সেটাই বুঝিনাই
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment