Monday, April 25, 2016

এক লোক তার বৌয়ের সব কিছুতে ভূল ধরে


এক লোক তার বৌয়ের সব কিছুতে ভূল ধরে।।এমনকি সকাল বেলা নাস্তার টেবিলে ডিমটা নিয়ে পর্যন্ত ত্রুটি ধরে।।যেদিন ডিম পোচ দেয় সেদিন বলে ডিমটা মামলেট দিলে না কেন!!??মামলেট দিলে বলে অমলেট দিলে না কেন!!??
তো একদিন বউ রাগ এবং চালাকি করে ডিমের সমস্ত আইটেম করলো এবং টেবিলে খেতে ডাকলো আর বললো আজ কিন্তু ভূল ধরার সুযোগ নাই কারন আজ তোমার ডিমের সকল আইটেম আমি তৈরি করেছি।।

তখন স্বামী বললো না করেছো ঠিক আছে তবে এই দেশী মুরগীর ডিমটা না ভেজে যদি সিদ্ধ করতে,,ফার্মের মুরগীর ডিমটা সিদ্ধ না করে যদি পোচ করতে,,হাঁসের ডিমটা কারী না করে যদি মামলেট করতে তবে আরও বেশী ভাল হতো।।


স্ত্রী তার কথা শুনে বেহুঁশ।।

আমাদের জীবনটা হচ্ছে এমন।।আপনি যতই সচেতন হয়ে চলুন না কেন বা আপনি যতই ভাল কাজ করুন না কেন নিন্দুকেরা সব সময়ই আপনার নিন্দা করেই যাবে বা ভূল ধরেই যাবে।।
So...নিজের অবস্থান ঠিক রাখুন।।ঠিক থেকে আপনি আপনার গতিতে চলতে থাকুন।।পেছনে কে ভাল বললো বা কে মন্দ বললো বা কে সমালোচনা করলো বা ভূল ধরলো তার কথা চিন্তা করার কোন প্রয়োজন নেই।।
কারন আপনি নিজেই জানেন আপনি কতটা ভাল এবং কতটা খারাপ।।আপনার চেয়ে ভাল আপনাকে পৃথিবীর আর কেউই জানে না বা বোঝে না।।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss