Monday, April 25, 2016

ডাক টিকেট খোজার দিনগুলো-


ছোটবেলায় সুমন ভাই,মাসুদ এদেরকে দেখতাম সোনালি ব্যাংক, জনতা ব্যাংক এর পেছনে যে ডাস্টবিন আছে( যেখানে ব্যাংকের অপ্রয়োজনীয় কাগজ পত্র ফেলা হত) সেখানে কি যেন খুঁজতেন। ডাক এর খাম গুলো তে কি যেন দেখতেন আবার ফেলে দিতেন।পরে বুঝতে পারলাম, ডাকটিকিট খুজতেন। মাঝে মাঝে দুর্লভ বা নতুন ডাকটিকেট পেয়ে যেতেন।তখন উনাদের আনন্দ দেখে কে! বেশির ভাগ সময় সুমন ভাই পেতেন। উনি ডাকটিকেট জমাতেন বিভিন্ন দেশের। এগুলো দেখে আমার মন খারাপ হত।কিন্তু দীর্ঘ শ্বাস। ফেলা ছাড়া করার কিছুই ছিল না।

একদিন আম্মার সাথে মার্কেট এ গেলে ডাকটিকেট কেনার জন্য অনেক জোর করলাম।কিন্তু দাম বেশি হবার কারনে কিনতে ইচ্ছা হলনা।মন খারাপ করে চলে এলাম।

১৯৯৩ সালে বৃত্তি পরীক্ষায় চান্স পাবার পর আমার ভাই ডাকটিকেট এর একটা সেট কিনে দিলেন। কিন্তু ওই সেট পাবার পর কেন জানি ডাকটিকেট এর প্রতি আগ্রহ যেন একেবারে অনেক কমে গেল। কিন্তু ওই সেট টা আজও যত্ন করে রেখে দিয়েছি।এরপর আর ডাকটিকেট কিনতে চাইনি আর।



No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss