Monday, April 25, 2016

ব্র্যাক ইউনিভার্সিটি র পাশে গিয়েছি একটি কাজে, ঝাকেঝাকে সব ললনা


ব্র্যাক ইউনিভার্সিটি র পাশে গিয়েছি একটি কাজে, ঝাকেঝাকে সব ললনা, অবশ্য সবই আমার হাঁটুর বয়সী, নিজের ২২ বছর আগের জীবন কল্পনা করা ছাড়া আর কোন উপায় ছিলনা। অবশ্য আজ আমার গেট আপ ২২ বছরর আগের গেট আপএর মতন, পরনে হাওয়াই সাদা প্রিন্টের শার্ট, নীল ফেড জিনস, পায়ে ব্লু স্নিকার (নিজেরে ইমদাদুল হক মিলনের উপন্যাসের নায়কের মত মনে হচ্ছে।)। খালি কপালে চুল কম, আর চুল যা আছে তাও সাদা।

ভাবতে ভাবতেই ঐ ভার্সিটি র এক এলোকেশী উর্বশী ললনা টিচার আামার পাশ দিয়ে পারফিউম এর সুবাস ছড়িয়ে জুহি মাখা হাসি দিয়ে (হাসিটা কি আমারে দিছিল???) গটগট করে হেটে গেলো, কেমন যেন পরিচিত মুখ লাগলো,বুকের বাম পাশ টায় যেন চিনচিন করে উঠলো, আর ভিতরে বাইরে আবহাওয়া যে গরম মাথা ঘুরিয়ে পরি নাকি ঠিক নাই, তাই বেশিক্ষণ ঐ ললনা ম্যাডামের দিকে তাকাইনি, একটু গান গেতে ইচ্ছে হচ্ছিল ঐ যে ঐ গান টি " তোমাকে চাই আমি আরো কাছে" ইভটিজিং মামলা খাই কিনা সে ভয়ে আর গাইলাম না।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss