Saturday, April 9, 2016

এগিন হেতেগো কোনো অভিনয় নি?


টানটান উত্তেজনাকর মুহুর্ত। শিরা উপশিরা সব উত্তেজিত একদৃষ্টে তাকিয়ে আছি টেলিভিশনের দিকে। মাইটি ইগল এর ফাইটিং চলছে। হ্যা রেসলিং দেখছিলাম টেলিভিশনে। অনেক আগের কথা বলছি। কোন ক্লাসে পড়ি মনে নাই তবে বেশ ছোট ছিলাম। মিল মাস্কারাস, মাইটি ইগলরা তখন ফেমাস রেসলার। রেসলিং দেখার সেই উত্তেজনাকর মূহুর্তে আব্বার এক কলিগ এসেছিলেন আব্বার সাথে দেখা করতে। আব্বার কলিগ আব্বার জন্য অপেক্ষা করছিলেন আর রেসলিং দেখছিলেন। কিছুক্ষণ পর আমাকে প্রশ্ন করেছিলেন "কাগু এগিন হেতেগো কোনো অভিনয় নি"। এই কথা শুনে আমার মনে হয়েছিলো কাগুর সাথে আমি নিজেই রেসলিং খেলে দেখিয়ে দেই এগিন অভিনয় ন। প্রচণ্ড রাগ আর ক্ষোভ হজম করে চুপচাপ ছিলাম কোনো উত্তর দিতে পারিনি। এর অনেক বছর পর জানতে পেরেছি রেসলিং আসলেই অভিনয়।নিজের প্রতি বিরক্ত জন্ম নিলো আর নোয়াখালী অধিবাসী ওই কাগুর প্রতি শ্রদ্ধা জন্মালো। সত্যি ভেবে দিনের পর দিন চরম উত্তেজনা নিয়ে যে রেসলিং দেখেছি আমার সেই কাগু একদিন দেখিই সন্দেহ করেছিলো রেসলিং টা অভিনয়। সমাজের অনেক অসংগতি দেখে কাগুর সেই প্রশ্নটা আজো আমার মনে বাজে... "কাগু এগিন হেতেগো কোনো অভিনয় নি?"

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss