Thursday, June 16, 2016

মানিক তখন হাউজিং কলোনি থেকেই স্কুলে আসতো


মানিক তখন হাউজিং কলোনি থেকেই স্কুলে আসতো।
সে যখন অস্টম শ্রেনীর ছাত্র তখন তার এক ক্লাস মিটকে পছন্দ করেছিলো।
নাম অধরা।
অধরা মৃত্তিকার ন্যায় সুন্দর। যেনো বাগানের সদ্যফোটা শিশির ভেজা কলি। দু' চোখ তার সহজ সরল টানা টানা আর মায়াবী। ক্লাসের ভালো ছাত্রী।
এক দিন হাতে লেখা একটা চিঠি অধরার হাতে দিয়ে মানিক বললো - এটা পড়ো,,,। ই টাইপের শিড়ির নিচে মানিক অধরার পাশেই দাড়ানো। দ্বিধা সংকোচে অধরা চিঠি হাতে নেয়। চিঠির ভাঁজ খুলতেই বিস্মৃত চোখে মানিকের দিকে তাকায় অধরা। চিঠির কোথাও কোথাও লেখা লেপ্টে আছে। আবার কোথাও ফোঁটা গড়িয়ে পড়ছে। অধরা কিছুখ্ন চোখ বুঝে কি যেনো ভাবে। তার পর পড়তে শুরু করে,, ,,
,,প্রিয়---
অধরা,
( চলবে)

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss