আজ এক কথা মনে পরল। সবাই রেজা ভাইয়ের ছোট ভাইকে চিনেন। বাবু ভাই(মোটা না শরীর একটু ভাল ঊনার মতে) আমি সহ ৪ জন টাংকির নীচে বসে আঢডারত।এমন সময় আমাদের সিনিয়র বড় বোনের (সি টাইপে থাকে)জামাই মানে দুলাভাই (ঊনিই কলোনীর ছেলে) অফিস থেকে বাসায় ফিরছেন।যেই টাংকি পার হল হটাত বাবু ভাই আমাদের চুপ থাকতে বলে আামি যা করি তোরা তা করবি।দেখি ঊনি চিকন সুরে ডাক দিছছে "গোপাল..গোপাল গো..পাল" আর তার সাথে আমরাও।সাথে সাথে কেললা ফতে। দুলা ভাই সাথে সাথ আমাদের দিকে তেড়ে আসলো আর.........বলতে পারব না। সবার কাছে অনুরোধ এটাকে কেউ সিরিয়াস নিবেন না।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment