অন্য ধর্মের ভাই বোন দের কাছে অনুরোধ করছি এই বেপারে রাগ বা অভিমান না করার জন্য।তোমরা তোমাদের মত করে সবার জন্য প্রাথনা কর।
সি এস এম ভাই ও বোনদের বলছি,রহমতের ১০ দিন অতিবাহিত হয়ে গেছে জানি না কে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা ছেয়ে নিয়েছে,আগামিকাল থেকে মাগফিরাত শুরু তাই আসুন সবাই এই রমজানে বিগত দিনের গুনা সমূহ আল্লাহর থেকে ক্ষমা করিয়েনি আচ্ছা বলুন তো ,কে গত ১০ দিনএ কয় পারা বা কত টুকু কোরান পড়েছেন,আমি ইন্সশাআল্লাহ ১৫ পারা শেষ করে ১৬ পারা পড়ছি,সবাই কোরান পড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং সি এস এম এর অসুস্ত ভাই ও বোন দের জন্য আল্লাহর কাছে সুস্ততা কামোনা করি।
No comments:
Post a Comment