আমি মোটামুটি গুছিয়ে চলার চষ্টা করি। কিন্তু বেশির ভাগ সময় পারি না, সব উলট পালট হয়ে যায়। মাথা গরম তার জন্য। কোথাও গেলে সখানে যদি রাত্রি যাপন করতে হয় তাহলে সেখানে যা যা দরকার মুটামুটি সব কিছু নিয়ে যাই। ব্যাগ আগে থেকে গুছিয়ে রাখতে হয়। যাওয়ার সময় গুছাতে সব সময় কিছু না কিছু বাদ পড়ে যায়। আর সেখানে গিয়ে কখন কি করবো তা আগে থেকে সেট করে নেই। যদিও কখনও সেটিং মত হয় নাই। কারন আমি প্রিপারেশন নিয়ে যাই এক রকম হয়ে আরেক রকম।
গ্র্যান্ড আড্ডার আগে মনে মনে অনেক কিছু ভাবছিলাম। এইটা করবো, সেইটা করবো, দৌঁড় দিবো, বন্ধুদের সাথে সারাদিন আড্ডা দিবো। দিনটা হবে স্মৃতিময় দিন। কিন্তু না কিছুই করতে পারি নাই। সারাদিন খাওয়া দাওয়ার পিছনেই পার করলাম। মাঝে মাঝে মঞ্চের কাছে গিয়েছিলাম। কিন্তু বেশিক্ষন থাকতে পারতাম না। এইটা লাগবে, সেইটা লাগবে বলে ফোন দিয়ে ডাকা হত।
তবে গ্র্যান্ড আড্ডায় মজা করতে পারি নাই বলে আমার কোন আফসোস তখনও ছিল না, এখনও নাই। তবে তখন একটা মনে ভয় ছিল "খাবার যদি কারো মন মত না হয়"!! খাবার কারো মন মত হয়েছি কিনা জানিনা, তবে যথাসাধ্য চেষ্টা করেছি।।
গ্র্যান্ড আড্ডার কথা মনে করে এখন আর কোন কিছুই আগে থেকে প্ল্যান করছি না। যখনের চিন্তা তখন দেখা যাবে।। যত্তসব আজাইরা প্যাঁচাল।
No comments:
Post a Comment