Sunday, July 24, 2016

অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা খানা


অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা খানা। দুপুরের পর থেকে আমি অফিসে ঝিমাইতেছি। আজ কাজ যা ছিল তা দুপুরের আগেই শেষ হয়ে গেছে। চিন্তা করছি বাসায় চলে যাব কিনা। আবার বাসায় গেলে উদাহরন সৃষ্টি হতে পারে। তাই বাসায়ও যাচ্ছি না। কলনিতে থাকার সময় স্কুল/কলেজ বন্ধ থাকলে, কোন কাজ না থাকলেও দুপুরে খাওয়ার পর বেরিয়ে পড়তাম। বাসা থেকে বের হয়ে বড় মাঠে বা ইউনুচের দোকানে কিংবা স্কুলের মাঠে গেলে কাউকে কাউকে পাওয়া যেত। এখনতো আমরা রোবর্টের মত যান্ত্রিক জীবন যাপন করছি। বাসা-অফিস-বাসা। সন্ধ্যায় বের হয়ে এলাকায় কিছুক্ষণ আড্ডা দেই। সেখানে আবার পঁয়ষট্টি বৎসরের বয়স্ক লোক থেকে ছাব্বিশ বছরের অবিবাহিত যুবক আছে। কিন্তু তারপরেও কলনির সেই হারিয়ে যাওয়া মজা টুকু পাই না। কলনির কেউ ফোন করলে বা দাওয়াত নির্ধিয়ায় চলে যায়। ছোট-বড় যে কোন অনুষ্টানে কলনির কেউ থাকলে খুবই ভাল লাগে। কলনির যে কোন প্রোগ্রামে (ইউক সে চায়ের দাওয়াত কিংবা শুধুই আড্ডা দেওয়া) যেতে যে রকম ভাল লাগে অন্য কোন প্রোগ্রামে যেতে আমার সে রকম ভাল লাগে না। তাই চেষ্টা করি যে কোন প্রোগ্রামে যাওয়ার জন্য। আর কোন কারনে মিস করলে মনের মধ্যে অসম্ভব খারাপ লাগে।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss