- Kamar Uddin Komu
Rakiba Khanum Luna আমােদর Taj Suman এর ছোট বোন। '৯০ সালের ব্যাচ। ও লন্ডনে থাকে। অনেক বছর আজকে লুনার সাথে কথা হয়েছে। সে সিএসএম পেইজের অনেক গুনগান করলো। কিছুক্ষণ পর পর সিএসএম পেইজে না ঢুকলে ওর নাকি মনে হয় অনেক কিছু মিস হয়ে যাচ্ছে। তাই কিছুক্ষণ পর পর পেইজে ঢুকে এবং স্ট্যাটাসগুলা দেখে। হয়তো সবগুলোতে লাইক / কমেন্টস করেনা বা করতে পারে না সময়ের অভাবে। অনেক সময় সে রান্না করতে করতেও নাকি ফেইসবুক চালায় তা শুধুমাত্র সিএসএম পেইজের কারনে। যদি কিছু মিস হয়ে যায়!! যারা এই পেইজ সৃষ্টি করছে এবং যারা পেইজে সময় দিচ্ছে তারা সহ সিএসএম পেইজের সবাইকে সে ধন্যবাদ জানিয়েছে। কারন এই পেইজের জন্য আমরা আবার এক হতে পেরেছি এবং আমরা একে অপরের কাছাকাছি আসতে পেরেছি।
Rakiba Khanum Luna আমােদর Taj Suman এর ছোট বোন। '৯০ সালের ব্যাচ। ও লন্ডনে থাকে। অনেক বছর আজকে লুনার সাথে কথা হয়েছে। সে সিএসএম পেইজের অনেক গুনগান করলো। কিছুক্ষণ পর পর সিএসএম পেইজে না ঢুকলে ওর নাকি মনে হয় অনেক কিছু মিস হয়ে যাচ্ছে। তাই কিছুক্ষণ পর পর পেইজে ঢুকে এবং স্ট্যাটাসগুলা দেখে। হয়তো সবগুলোতে লাইক / কমেন্টস করেনা বা করতে পারে না সময়ের অভাবে। অনেক সময় সে রান্না করতে করতেও নাকি ফেইসবুক চালায় তা শুধুমাত্র সিএসএম পেইজের কারনে। যদি কিছু মিস হয়ে যায়!! যারা এই পেইজ সৃষ্টি করছে এবং যারা পেইজে সময় দিচ্ছে তারা সহ সিএসএম পেইজের সবাইকে সে ধন্যবাদ জানিয়েছে। কারন এই পেইজের জন্য আমরা আবার এক হতে পেরেছি এবং আমরা একে অপরের কাছাকাছি আসতে পেরেছি।
No comments:
Post a Comment