Thursday, July 28, 2016

এখন যোগাযোগের কত মাধ্যম, সেকেন্ডের আগেই সব তথ্য আদানপ্রদান করা যাচ্ছে


এখন যোগাযোগের কত মাধ্যম, সেকেন্ডের আগেই সব তথ্য আদানপ্রদান করা যাচ্ছে। সেটা ব্যবসা হোক, রাজনীতি হোক আর অফিসিয়াল হোক অথবা মহা গুরুত্বপূর্ণ প্রেমের ক্ষেত্রই হোক। প্রেমের ক্ষেত্রে যোগাযোগ মাধ্যম তো মহা জরুরি বিষয়। আজকাল তো যোগাযোগ প্রযুক্তি দিয়ে কখন কোথায় কিভাবে দেখা হবে নিমিষেই জেনে যাচ্ছে বা জানানো যাচ্ছে। আজ থেকে ২০/২২ বছর আগে আহ এ সুযোগ গুলো যদি থাকতো! তখন তো চিঠি বা রিলায়াবেল মেসেনজারের উপর নির্ভর করা লাগত। এমনও হয়েছে বার্তাবাহকের ভুলের কারনে প্রেমিক বসে আছে প্রেমিকার অপেক্ষায় অথচ প্রেমিকা কিছুই জানেনা। জানবে কিভাবে বার্তাবাহক যে মেসেজ টি দিতে ভুলেই গেছে। এর উলটোটাও হয় প্রেমিকা বসে আছে প্রেমিকের জন্য অথচ প্রেমিক কিছু জানেনা।কারন মিডিয়া তাকেও খবব্ দিতে ভুলে গেছে। আর মিডিয়ার এ ভুলের খেসারত দিতে হয় লাইলি মজনু কে। দু জনের মাঝে চলে মান অভিমান ঝগড়া আর কথা বনধ।

আহারে জুকারবার্গ, আহারে মোবাইল, আহারে ইন্টারনেট তোমরা তখন কোথায় ছিলে? কোথায় ছিলে তখন ওস্তাদেরা?

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss