শহর মুল্লুক কাকা খুব সৎ, আন্তরিক, ও পরোপকারি একজন মানুষ। আমি উনাকে কাকা বলেই ডাকি। জাফর আলম ভাই ও শফি আলম ভাইয়ের আব্বা। আমাদের নিচ তলায় ওনারা থাকতেন। আমাদের সাথে উনাদের পারিবারিক সম্পর্ক ছিল খুবই ভালো যা এখনও আছে। Reajul Islam Shahin ভাই ও একদিন ওনার পোস্টে কাকার কথা লিখেছিলেন। কতটা পরোপকারি ছিলেন। আসলে কাকার কথা না বললেই নয়। নিজের ছেলেমেয়ের মতো ভালোবাসতেন আমাদের চার ভাই বোনকে। বিল্ডিংয়ের সব ছেলেমেয়েদের খুব আদর করতেন। কাকার শখ ছিল বিভিন্ন ধরনের গাছ লাগানোর আর গাছ গুলো যেন আমাদের জন্যই লাগাতেন। বরইয়ের দিন আসলে আমরা শুধু গাছের আশেপাশে ঘুরতাম। কাকা আমাদের দেখলেই গাছ ঝারা দিত আর আমরা Ahamed Ahmed Nazim নাজিম, Bgm Khadiza ফেন্সি, Shazi Khan যুথী, Tafsi Fariha মুন্নি আপু, সবাই দৌড় দিতাম কার আগে কে বেশি নিতে পারে। কাকা শুধু হাসতো। হয়তো আমাদের এসব দেখে উনি আনন্দ পেতেন। নিজের বাসায় আইসক্রিম বানিয়ে আমাদের ডেকে খাওয়াতেন। আজকাল এমন মানুষ কয়জন আছে বলেন? অনেক মিস করি সেই সব সোনালী দিন গুলো। খালাম্মাও খুব শান্ত স্বভাবের। খুব মিশুক।আল্লাহ সব সময় উনাদের ভালো রাখুক। কাকা ও খালাম্মার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। Jafar Alam Alam, Md Shafiul Alam, Babu Zahid, Tanjina Huda, Forhadul Islam Jashim Uddin Mohammed Kamar Uddin

No comments:
Post a Comment