২০০০ সালের ফেব্রুয়ারি মাস, সব মালপ্ত্র ট্রাকে তোলা হয়ে গেছে, আমার দু তিনজন বন্ধু ট্রাকের সাথেই আছে, আছে ছোট ভাইয়ের বন্ধুরাও। সবাই আমার জন্য অপেক্ষা করছে, আমি গিয়েছি ইউনুসের কাছ থেকে বিদায় নিতে তার দোকানে। বিদায় বেলায় তেমন কোন কথা হয়নি খালি বললাম দোয়া রাখিস, এরপরে কোলাকুলি, আসলে কোলাকুলিও না, আবেগে জড়িয়ে ধরা। আবেগ চোখ দিয়ে বেয়ে পড়ার আগেই চলে এলাম। ট্রাকের সামনের সীটে বসলাম আর সবাই পিছনে। বাজারের গেট দিয়ে বের হওার সময় নিরাপত্তা কর্মির কিছু অফিসিয়াল আনুষঠানিকতা। আবার ট্রাকে উঠার সময় ডিউটিরত নিরাপত্তা কমি' জড়িয়ে ধরে কোলাকুলি করল। আমার সাথে তার কোন পরিচয় ছিলনা, হয়তো মুখ চেনা।
আবেগ, এ আবেগ বড় বেদনার, বড় কষ্টের।
No comments:
Post a Comment