ক্লাস ফোরে আমাদের ক্লাস নিতেন আরজু আপা। একদিন শুনলাম উনি চলে যাবেন।আমাদের ক্লাসের সবাই মিলে ঠিক করলাম আপা কে বিদায় দিব।সবাইকে বলা হল বাসা থেকে যে যা পারে সে পরিমান টাকা আনে। এর মধ্যে যারা সেদিন বাসা থেকে টাকা আনল তারা দিল।যাদের বাসা কলোনি র বাইরে তারা গেল না। সেই টাকা টা আমরা সুজনের হাতে তুলে দিলাম।সাথে আরো কয়েক জন গেল আপার জন্য উপহার আনতে। আমি আর নাসিম মিলে ট্যাংকির নিচে অপেক্ষা করতে লাগলাম কেউ যদি টাকা আনে তাহলে আপার জন্য কিছু কিনব। দুই একজন আমাদের কে টাকা দিল। তারপর চলে গেল। নাসিমকে জিজ্ঞেস করলাম কি কিনবে আর। ও বলল কিছু কিনার দরকার নাই।জেক্স থেকে কিছু কিনে খেয়ে ফেলি। তারপর দুজনে মিলে খেলাম।
এদিকে সুজন ততক্ষণে উপহার কিনে আসছে।সাথে অন্যরা। আমি আর নাসিম ওদের সাথে স্কুলে গেলাম। আপার হাতে ডাইরী, কলম তুলে দিয়ে আমরা হাত তালি দিলাম।
আরজু আপাকে আমি খুব ভয় পেতাম।কারন পড়া শেখার ব্যাপারে উনি ছিলেন খুব কড়া। তাই প্রতিদিন উনার পড়া শিখে যেতাম যাতে শাস্তি পেতে না হয়।
( এই ট্যাংকি আমাদের দুর্নীতি র সাক্ষী)

No comments:
Post a Comment