১৯৯৭ সাল।আমাদের বার্ষিক পরীক্ষা চলছে।সন্ধ্যাবেলা। মাগরিবের নামাজ পড়ার জন্য সামনের বিল্ডিং এর মসজিদে গেসি।ওইটা কে সবাই বাইরের মসজিদ বলত। নামাজের ২ য় রাকাতের সময় রুকুতে যাব,এমন সময় পা বেয়ে কি যেন উঠতে লাগল। একটু পরেই বুঝতে পারলাম ভুমিকম্প শুরু হয়ছে।সবাই দৌড় দিল।শুধু ইমাম সাহেব আর সামনের দুই কাতারের মানুষ ছাড়া। সবাই জুতা নিয়ে। সাথে সাথে ভুমিকম্প থেমে গেল। আবার নামাজে ফিরে এলাম। কিন্তু এভাবে ত নামাজ হয় না,তখন তা মাথায় আসেনি। কারন নামাজ রত অবস্থায় নাকি যাই ঘটুক না কেন স্থির থাকতে হয়। তখন বুঝিনি এখন বুঝি।
আজকে ফেসবুকে অনেক কেই দেখলাম কলোনি র পুরনো ছবি পোস্ট করছে।কিছু কিছু ছবিতে কলোনি র রুপ কিছুটা খুজে পাওয়া যাচ্ছে। আর তাতেই কিছু স্মৃতি মনের গহিনে ভেসে ঊঠছে

No comments:
Post a Comment