- Al Amin Billah Shujon
গত মাসের মত এই মাসেও লিখা এসেছে অনেক কম। জুন মাসে সি.এস.এম পেজ এ লিখালিখি
আর লেখকের পদচারনা ছিল মে মাসের তুলনায় অনেক বেশি কিন্তু লিখা এসেছে তুলনামুলকভাবে
অনেক কম। যাইহোক এইবার ফলাফল প্রকাশ করি।
#
Facebook
CSM Colony পেজ এ জুন ২০১৬ (১ জুন
২০১৬ থেকে ৩০ জুন ২০১৬ পর্যন্ত) ছোট, বড়, মাঝারি,
বাংলা, ইংলিশ,
বাংলিশ
মিলিয়ে এখনো পর্যন্ত সকল ছোট, বড়, মাঝারি ভাই বোনদের মোট লিখার সংখ্যা (অনুছড়া/পরমাণু
ছড়া/হঠাৎ ছড়া/কচুর ছড়া/বাথরুম খেলা/অন্যান্য খেলা বাদে) ১৪৭ টি (এভারেজ ৪.৯), যা মে তে ছিল ১৩৮ টি (এভারেজ
৪.৪৫) ।
# জুন মাসের ফলাফল
সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে http://csmcolony.blogspot.com এই সাইটের নিম্নলিখিত লিঙ্ক এ প্রবেশ করুন http://goo.gl/8ZkLCK। এই লিঙ্কে জুন ২০১৬ এর
সবগুলো লিখা (১৪৭ টি) আর্কাইভ করা আছে।
# জুন মাসে
সবচেয়ে বেশি লিখা পোস্ট হয়েছে ২২ জুন ২০১৬ (১১ টি) আর সবচেয়ে কম লিখা পোস্ট হয়েছে ১০ জুন এবং ২০ জুন ২০১৬
(মাত্র ১ টি করে)।
#
জুন
মাসে মোট লেখকের সংখ্যা ছিল ৪১ জন, যা মে তে ছিল ৩৬ জন, সুতরাং
লেখকের সংখ্যা কিছুতা বেড়েছে, মাত্র ৫ জন (মে এর তুলনায় ১৩.৮৯%) বেড়েছে। আবার মে এর তুলনায় জুনে লিখার
সংখ্যা বেড়েছে ৯ টি (মে এর তুলনায় ৬.৫২%) ।
# Facebook CSM Colony
পেজ
এ শুরু থেকে এখনো পর্যন্ত (৩০ জুন ২০১৬ পর্যন্ত) সর্বমোট লিখার সংখ্যা ১৬৩৭ টি। http://csmcolony.blogspot.com এই সাইট এ সবগুলো লিখা আর্কাইভ করা আছে এবং প্রতিনিয়িত আপডেট
করা হয়।
#
যদি
কারো লিখা ভুলবশত বাদ যায় তাহলে ক্ষমা করবেন এবং আমাকে ট্যাগ করবেন। উল্লেখ্য মে তে লিখার
সংখ্যা অনেক কম হবার জন্য এই মাসের পরিসংখ্যান করতে অনেকটা সহজ হয়েছে।
• মে ২০১৬ তে আতিক ভাইয়ের এর লিখা সবচেয়ে
বেশি, উনার সর্বমোট লিখার সংখ্যা
২৪,
• দ্বিতীয় অবস্থান আছেন নিরু
ভাই, স্কোরঃ ১১,
• তৃতীয় অবস্থান আছেন মোসাদ্দেক
আলী ভাই, স্কোরঃ ৯।
নীচে বিস্তারিত দেয়া হলঃ
- Atiq CSM (24)
- Nurul Kabir Niru (11)
- Mosaddeque Ali (9)
- Titu Shikder (7)
- Monirul Islam Monir (6)
- Anisur Rahman Reza (5)
- Aslamuddin Mamun (5)
- Jashim Uddin (5)
- Kamar Uddin Komu (5)
- Polash (5)
- Rubina Shireen (5)
- Sayed Samee (5)
- Farhana Sammi (4)
- Major Rajib (4)
- Niaz Morshed (4)
- Taj Uddin Suman (4)
- Khurshed Alam Manik (3)
- Monir Zaman (3)
- Tinku (3)
- Abu Hena (2)
- Al Amin Billah Shujon (2)
- Anwarul Hoque (2)
- Babu CSM (2)
- Mahabub Hossain (2)
- Nahid Urmi (2)
- Nazmul Huda (2)
- Pinky Chittagong (2)
- Abdullah Al Mamun Rana (1)
- Abrar Rashid (1)
- Akramul Hoq (1)
- Arifur Rahman (1)
- Jonaed Chowdhury (1)
- Nuruddin (1)
- Reajul Shahin (1)
- Rehana Alam (1)
- Ripon Akhtaruzzaman (1)
- Sajib Dey Apu (1)
- Sewli Akhand (Honorable Teacher) (1)
- Shamima Bithi (1)
- Simka (1)
- Taskiatun Nur Tania (1)
No comments:
Post a Comment