Sunday, July 3, 2016

পরিসংখ্যান রিপোর্টঃ জুন_২০১৬_(১_জুন_২০১৬_থেকে_৩০_জুন_২০১৬_পর্যন্ত)

- Al Amin Billah Shujon

গত মাসের মত এই মাসেও লিখা এসেছে অনেক কম। জুন মাসে সি.এস.এম পেজ এ লিখালিখি আর লেখকের পদচারনা ছিল মে মাসের তুলনায় অনেক বেশি কিন্তু লিখা এসেছে তুলনামুলকভাবে অনেক কমযাইহোক এইবার ফলাফল প্রকাশ করি।

# Facebook CSM Colony পেজ এ জুন ২০১৬ (১ জুন ২০১৬ থেকে ০ জুন ২০১৬ পর্যন্ত) ছোট, বড়, মাঝারি, বাংলা, ইংলিশ, বাংলিশ মিলিয়ে এখনো পর্যন্ত সকল ছোট, বড়, মাঝারি ভাই বোনদের মোট লিখার সংখ্যা (অনুছড়া/পরমাণু ছড়া/হঠাৎ ছড়া/কচুর ছড়া/বাথরুম খেলা/অন্যান্য খেলা বাদে) ১৪৭ টি (এভারেজ ৪.৯), যা মে তে ছিল ১৩৮ টি (এভারেজ ৪.৪৫)

# জুন মাসের ফলাফল সম্পর্কে  বিস্তারিত জানতে চাইলে http://csmcolony.blogspot.com এই সাইটের নিম্নলিখিত লিঙ্ক এ প্রবেশ করুন http://goo.gl/8ZkLCKএই লিঙ্কে জুন ২০১৬ এর সবগুলো লিখা (১৪৭ টি) আর্কাইভ করা আছে।

# জুন মাসে সবচেয়ে বেশি লিখা পোস্ট হয়েছে জুন ২০১৬ (১১ টি) আর সবচেয়ে কম লিখা পোস্ট হয়েছে ১ জুন এবং ২০ জুন ২০১৬ (মাত্র টি করে)

# জুন মাসে মোট লেখকের সংখ্যা ছিল ৪১ জন, যা মে তে ছিল ৩৬ জন, সুতরাং লেখকের সংখ্যা কিছুতা বেড়েছে, মাত্র ৫ জন (মে এর তুলনায় ১৩.৮৯%) বেড়েছে। আবার মে এর তুলনায় জুনে লিখার সংখ্যা বেড়েছে টি (মে এর তুলনায় ৬.৫২%)

# Facebook CSM Colony পেজ এ শুরু থেকে এখনো পর্যন্ত (৩০ জুন ২০১৬ পর্যন্ত) সর্বমোট লিখার সংখ্যা ১৬৩৭ টি। http://csmcolony.blogspot.com এই সাইট এ সবগুলো লিখা আর্কাইভ করা আছে এবং প্রতিনিয়িত আপডেট করা হয়।  

# যদি কারো লিখা ভুলবশত বাদ যায় তাহলে ক্ষমা করবেন এবং আমাকে ট্যাগ করবেন উল্লেখ্য মে তে লিখার সংখ্যা অনেক কম হবার জন্য এই মাসের পরিসংখ্যান করতে অনেকটা সহজ হয়েছে।

•    মে ২০১৬ তে আতিক ভাইয়ের এর লিখা সবচেয়ে বেশি, উনার সর্বমোট লিখার সংখ্যা ২৪,
•    দ্বিতীয় অবস্থান আছেন নিরু ভাই, স্কোরঃ ১১,
•    তৃতীয় অবস্থান আছেন মোসাদ্দেক আলী ভাই, স্কোরঃ ৯














নীচে বিস্তারিত দেয়া হলঃ

  1. Atiq CSM (24)
  2. Nurul Kabir Niru (11)
  3. Mosaddeque Ali (9)
  4. Titu Shikder (7)
  5. Monirul Islam Monir (6) 
  6. Anisur Rahman Reza (5)
  7. Aslamuddin Mamun (5)
  8. Jashim Uddin (5)
  9. Kamar Uddin Komu (5)
  10. Polash (5)
  11. Rubina Shireen (5)
  12. Sayed Samee (5)
  13. Farhana Sammi (4)
  14. Major Rajib (4)
  15. Niaz Morshed (4)
  16. Taj Uddin Suman (4) 
  17. Khurshed Alam Manik (3)
  18. Monir Zaman (3)
  19. Tinku (3) 
  20. Abu Hena (2)
  21. Al Amin Billah Shujon (2)
  22. Anwarul Hoque (2)
  23. Babu CSM (2)
  24. Mahabub Hossain (2)
  25. Nahid Urmi (2)
  26. Nazmul Huda (2)
  27. Pinky Chittagong (2) 
  28. Abdullah Al Mamun Rana (1)
  29. Abrar Rashid (1)
  30. Akramul Hoq (1)
  31. Arifur Rahman (1)
  32. Jonaed Chowdhury (1)
  33. Nuruddin (1)
  34. Reajul Shahin (1)
  35. Rehana Alam (1)
  36. Ripon Akhtaruzzaman (1)
  37. Sajib Dey Apu (1)
  38. Sewli Akhand (Honorable Teacher) (1)
  39. Shamima Bithi (1)
  40. Simka (1)
  41. Taskiatun Nur Tania (1)

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss