আবার সকলের জন্য পোষ্ট করলাম:
মিটিং এ আমার আসার কথা ছিলো সবার শেষে, কিনতু আমি এসে দেখি কেহ নাই। কি আর করা চিন্তা করলাম টাকা খরচ না করে সময় যখন পেলাম গাড়ীটা ঝাড়মুচ করি। ঝাড়মুছের জন্য যখন সকল হাতিয়ার নিয়ে রেডি তখনি দেখলাম এককালের আমাদের নায়ক, আমাদের আইডল বড় ভাই সময়ের কাছে অসহায় নিষপ্রান দেহটাকে ঠেলতে ঠেলতে আমার দিকে এগিয়ে নিয়ে আসছে। আমাদের নিরু ভাই। কি দুদ্রান্ত প্রতাপ ছিলো ওনার। পলিটিকস করতেন, আমারা মারবেল খেলার সময় ওনাকে দেখলে নিমিষে ওধাও হয়ে যেতাম। যথেষ্ট হেন্ডসাম ছিলেন, আর আজকে তার শরীরে পাচটি ব্লক।
মিটিং এ আমার আসার কথা ছিলো সবার শেষে, কিনতু আমি এসে দেখি কেহ নাই। কি আর করা চিন্তা করলাম টাকা খরচ না করে সময় যখন পেলাম গাড়ীটা ঝাড়মুচ করি। ঝাড়মুছের জন্য যখন সকল হাতিয়ার নিয়ে রেডি তখনি দেখলাম এককালের আমাদের নায়ক, আমাদের আইডল বড় ভাই সময়ের কাছে অসহায় নিষপ্রান দেহটাকে ঠেলতে ঠেলতে আমার দিকে এগিয়ে নিয়ে আসছে। আমাদের নিরু ভাই। কি দুদ্রান্ত প্রতাপ ছিলো ওনার। পলিটিকস করতেন, আমারা মারবেল খেলার সময় ওনাকে দেখলে নিমিষে ওধাও হয়ে যেতাম। যথেষ্ট হেন্ডসাম ছিলেন, আর আজকে তার শরীরে পাচটি ব্লক।
কিন্তু তাকে দেখে আমাদের আড্ডায় বুঝার কোন উপায় নাই যে, তার শরীরের কি অবস্থা। আমাদের সবায়কে ঝাল মেখে খাওয়ালেন। তিনিই প্রথম প্রস্তাব রাখলেন স্টেডিয়ামের কথা। সাহস যে এখনো তার কম না এটা আর একবার জানান দিলেন। বললেন প্রয়োজনে যেখানে যাওয়ার সেখানে যাবেন। আমরা তাকে বুঝালাম এটা ন্যাশনাল ইসু, তাছাড়া ২১শে ফেব্রুয়ারী। Sorry একটা কথায় বলতে ভুলে গেলাম তাহলো, আমরা just চিনতা করলাম ১৯ তারিখ শুক্রবার, তারপর ২০ তারিখ শনি ও ২১ তারিখ ভাষা দিবস। অতএব ২০ তারিখ হলে সকলের জন্য ভালো হয়। চিন্তা করে দেখবেন। Transportation problem. যাতে না হয় সেই জন্য advance preparation নিতে হবে ঢাকা থেকে আসা আর যাওয়ার জন্য। সওগত ভাই ছিলেন, তিনি মত দিলেন পোর্ট রিপাবলিকান ক্লাব। আমি বিবেচনা করে দেখলাম সব দিক থেকে এটিই ভালো হবে। কারন: পরিবেশটা কলোনীর মতো, খোলা প্রচুর জায়গা, বাচ্চারা খেলতে পারবে, বড়দের জন্যও চাইলে যে কোন ইভেন্টস এর ব্যবস্থা করা যাবে। হাজার মানুষ কোন ব্যাপার না। রাতে সওগত আর জসিম ভাইদের অনুগত অনেক রেনটাল বাস সার্ভিস পাওয়া যাবে। আমি কোন প্রকার দিধা না করে ওনাকে সমর্থন জনালাম। জসিম ভাই মনে হয় একটু চিন্তিত। আগে থেকে preparation থাকলে যাতায়াতের কোন সমস্যা হবে না, তাদেরকে বলছি যারা একটু চিন্তিত। আর আমি এবং আমার ভাইয়েরা এইঠুকু বলতে পারি যে আমরা আপনাদের গাড়ী ঢাকার উদ্দেশ্যে ছাড়া পর্যন্ত আপনাদের সাথেই থাকবো।
আমাদের এখন জানতে হবে আমরা কতোজন এই মহা আড্ডায় সামিল হতে চাচ্ছি? সেই জন্য এডমিন এর একটা পোষ্ট দেয়ার কথা ছিলো।
যা লিখলাম তার উপর আপনাদের কিছু মতামত থাকলে আমাদের বড় ভাই জসিম (ভাইকে) বলতে পারেন।
বি:দ্র:- জসিম ভাই কালকে দেরী করে আসছে আর শাহীন ভাইতো যাষ্ট খাওয়ার সময় উপস্থিত স্যার।
আমরা অপার হয়ে চেয়ে আছি..... আসবে বলে....
No comments:
Post a Comment