আমার ছোটবেলা কিশোরবেলা টা এত রঙ্গিন এত আনন্দদায়ক ছিল যে পরবর্তীতে কলোনি থেকে চলে যাওয়ার পর বাস্তবতার সাথে তাল মেলাতে গিয়ে বার বার হোঁচট খেয়েছি।এই কারনেই কলেজের শেষ সময়টাতে গিয়ে মাত্র দুইজনের সাথে বন্ধুত্ব হয়েছে।আর সেই বন্ধুত্ব আজো অটুট।। একা একা কি দুর্বিষহ দিন যে আমি কাটিয়েছি কলেজে।কলোনির সব বন্ধুরা সিটি কলেজ,চট্টগ্রাম কলেজ বা মহসিন কলেজে।আমি একা কমার্স কলেজে।আজো চলতে ফিরতে অনেকের সাথেই আমার ঘনিষ্ঠতা হয় কিন্তু বন্ধুত্ব সহজে হয়না।আমার ইচ্ছাও করেনা খুব একটা।
আমি ঘুরে ফিরে সেই csm মানসিকতা খুঁজি।তাইতো গত বাইশ তারিখে যখন ওভেন ফ্রেশে সিনিয়র জুনিয়র দের সাথে দেখা হল মনে হল আমি আমার সেই প্রাণের আড্ডায় ফিরে গিয়েছি।রফিক ভাই ছাড়া কারো সাথেই আমার সেরকম পরিচয় ছিলনা।কিন্তু কারো ব্যবহারে সেটা টের পাইনি।রেজাভাই রফিকভাই বন্যাপা রনিপা উনাদের থেকে অনেক জুনিয়র আমি।সে হিসাবে কোন লুতুপুতু ব্যাবহার উনাদের মধ্যে ছিলনা ।আমাকে তো পচানির উপর রেখেছে। আর রফিক ভাইতো সেই লেভেলের পচায়।কলোনির ছেলেমেয়েদের এ এক অনন্য বৈশিষ্ট্য।এতটা ভাল সময় এতটা ভাল মূহুর্ত আমি অনেক দিন কাটাইনি।হ্যাটস অফ টু সিএসএম কলোনি।
No comments:
Post a Comment