Wednesday, February 10, 2016

সবাই লিখছে


সুজনের এক পরিসংখ্যান সবার মাঝে দারুন প্রভাব ফেলেছে। সবাই লিখছে। ভাল হয়েছে কাজটা। এর জন্য আমি ভাবছি নোবেল পুরস্কার টা ইউনুস ভাইয়ের কাছ থেকে এনে ওরেই দিয়ে দিব। সবাই কম্পিটিশন দিয়ে লিখছে। ভাল। আমাদের পেইজটা আরো মুখরিত হোক। কিন্তু এই কাজে ওরে ধন্যবাদ দিব না। লিখ সবাই। আসলে কি সুজনের বিষয়টা ত আছেই কিন্তু আড্ডার সাফল্য একটা বড় ভুমিকা রেখেছে। সবার সাথে সবার দেখা হবার আনন্দে সবাই লিখা শুরু করেছে। আগে হয়ত জড়তা কাজ করতো। সবাই তা কাটিয়ে উঠতে পেরেছে এটা বড় কথা। এমন আড্ডা আরো চাই। তবে হ্যা প্রথম আড্ডা প্রথমই। এর আমেজটা সবার মাঝে একরকম ভাবেই আজিবন থেকে যাবে। যাহোক, সবার কাছ থেকে মজার মজার লিখা আশা করছি।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss