ছোটবেলায় চঞ্চল ছিলাম,তবে ফাজিল ছিলাম না tongue emoticon
লম্ফঝম্ফ বহুত করলেও তা আম্মুর মাইরের ভয়ে একটু লিমিট রেখেই করতাম।
আমি প্রতিদিন বিকেলে BH-1 এ যেতাম আকতার আংকেলের মেয়ে রাহিন আপুর সাথে খেলতে। রাহিন আপু বেশ ফাজিল ছিল।উলটা পালটা কাজকর্ম সব ও শুরু করতো, আমরা বাকিরা তা ফলো করতাম। ক্লাশ টু / থ্রী তে পড়ি তখন এরকমই একদিন খেলতে গিয়ে দেখি রাহিন আপু সিড়ির রেলিং এ চড়ে চড়ে নামছে। আমার বাচ্চা মন তখন তা দেখে বড়ই পুলকিত হলো। আমি ভাবলাম, আরেহ কি মজার জিনিস। আমারো ওভাবে চড়তে হবে ওখানে।
যেই ভাবা সেই কাজ। রাহিন আপু নামতেই উঠে গেলাম সিড়ির রেলিং এ। কিন্তু তাল সামলাতে না পেরে মুহূর্তেই ভূপতিত হলাম। পুরা একতলা সমান উচ্চতা থেকে একদম পাকা ফ্লোরে। কি যে ব্যাথা পেয়েছিলাম হাতে আর মাথায়। রাহিন আপু শিমু আপুরা উদ্বিগ্ন হয়ে আমার পাশে এসে বসলো। ভাগ্য ভাল মাথা ফাটেনি। কিন্তু মাথার যে অংশে আঘাত পেলাম সেখান থেকে বেশ কিছু চুল উঠে গেলো। ভয়ে ভয়ে বাসায় গেলাম। জানতাম আম্মুকে বললেই আম্মু আগে এক দফা ধোলাই চালাবে সিড়ির রেলিং এ উঠার কারনে colonthree emoticon
চুপচাপ পার করে দিলাম সেদিন। পরের দিন স্কুলে যাবার সময় আম্মু চুল আচড়ে দিতে গিয়ে বললো "কিরে তোমার মাথার এই জায়গায় চুল কম কম লাগতেছে কেন??"
পিঠ বাচাতে কিছু একটা বলে দিলাম tongue emoticon
অনেক বছর সেই ঘটনা কাউকে বলিনাই। দুই বছর আগে একদিন হঠাত কাহিনীটা মনে পড়তেই নিজে নিজে হাসা শুরু করলাম।আম্মু অবাক হয়ে জিজ্ঞেস করে "একা একা হাসো কেন?"
তখন আম্মুকে বললাম পুরা কাহিনী। শুনে আম্মুও এক চোট হেসেছিল tongue emoticon
No comments:
Post a Comment