Wednesday, February 10, 2016

ধন্যবাদ দেওয়ার "দিগন্ত" খুলে দিলাম


ধন্যবাদ পুলক, এই আবেগের পেজটিতে লেখা/লেখি সুরু করার জন্য। ধন্যবাদ তাবাসসুম, মজার দিনগুলি সবার সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ আভা, আতিক চাচার লিখা কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ ছামি, "হাগু" নিয়ে এক ভিন্ন সাধের, পরিবেশনার জন্য। ধন্যবাদ মইন খান/ধন্যবাদ জাবেদ, এই দুজনের মন ছুয়ে যাওয়া গল্প/কবিতার জন্য। ধন্যবাদ খোদেজা আপাকে, CSM-এ, তার সন্তানতুল্য ছেলে/মেয়েদের নিয়ে কবিতা উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সব্যসাচিকে, নাটকিয় ভাষায়, তার লেখাগুলি প্রকাশ করার জন্য। 


ধন্যবাদ CSM TV-র জনক, নমিকে। ধন্যবাদ নিরু কে, বেশি/বেশি, লাইক পাওয়ার শর্তে, সে তার প্রথম লেখাটি আমাদেরকে উপহার দিয়েছে। ধন্যবাদ আতিক CSM কে, "৭৯" আজ সবার কাছে অনুপ্রেরনা। শুধু তাই নয়, তার অনুছড়া গুলি আমাদের প্রচুর আনন্দ দিয়েছে। ধন্যবাদ আরো অনেক লেখক/লেখিকা ভাই/বোনদের, একটু হলেও আমাদের জন্য লিখেছে এবং আমাদের সাথে থেকেছে। সব চেয়ে বড় ধন্যবাদ, যে ভাই/বোনেরা এই লেখাগুলিতে, লাইক এবং কমেন্ট করেছে। ধন্যবাদ তানিয়াকে, তার "স্মার্ট" কমেন্টের জন্য। ধন্যবাদ "বুবু"কে, এক মিনিটেই যে সবাইকে আপন করে নিতে পারে। ধন্যবাদ রিপনকে, "গাড়ি" নিয়ে যে আমাদের আসরে যোগ দিয়েছে। ধন্যবাদ জিয়াকে, শত ব্যাস্ততার মাঝেও, আজ আমাদের পেজটিতে তার সরব উপস্থিতি। ধন্যবাদ মানিককে, ছোট ছোট ভাই বোনদের "নাতি" বলে ডাকার জন্য!!!!। 

ধন্যবাদ "বিললাহ" এই পেজের সবাইকে একটা প্রচন্ড ঝাকুনি দেওয়ার জন্য। ধনাবাদ জসিমকে এই পেজটির জন্য প্রচুর পরিশ্রম করার জন্য। ধন্যবাদ নাজমুল যার মেধার উপর এই পেজটি সব সময় আস্থা রাখে। এবং যে নির্ধিদায় বলে, "এই পেজ আমার কাছে সন্তান তুল্য"। সবার পক্ষ থেকে সালাম নাজমুল। এই পেজটিকে ধন্যবাদ। এই পেজটির কারনে, আজ আমরা একত্রিত।

ধন্যবাদ দেওয়ার "দিগন্ত" খুলে দিলাম। মুছে যাক, সব দুঃখ/কষ্ট। এই "কাংগালেও" আজ একটা ধন্যবাদ চায়!!!

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss