বেশ কিছু দিন ধরে একটা জিনিস মাথায় ঘুরপাক খাচ্ছে। কিন্তু গুছিয়ে নিতে পারছিনা বলার জন্য। আজকে চিন্তা করলাম বলেই ফেলি। যা ভালো হয় বড় ভাইরা করবে।
ভার্চুয়াল জগত থেকে বাস্তবে রূপ শেষ পর্যন্ত নিয়েই ফেলল CSM Colony । সফল ভাবে হয়ে গেলো 1st family Together (Grand ADDA). যার শুরু হয়েছিল তারিক ভাইএর চিকিৎসা কে কেন্দ্র করে। প্রাণের ডাক কেউ ফেরাতে পারেনি। সবার ইচ্ছা ও আন্তরিকতা প্রমান করেছে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আপন করে নিয়েছে যারা কষ্টে আছে তাঁদের। এই সহযোগিতার হাত আরও সম্প্রসারন করা দরকার তাঁদের ও আরও সবার জন্য, যাদের প্রয়োজন, যাদের root এই CSM.আর সেজন্য দরকার এই CSM কে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা। এর মাধ্যমে আমরা আমাদেরই আপন জনদের কাজে ও সাহায্যে এগিয়ে আসতে পারি। আমরা কি পারিনা এই CSM Colony কে একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসতে। একটা Co-Operative Society বা একটা Foundation এর রূপ দিতে।
আমরা তো সবসময়ই অনেক অজাচিতব্যায় করি, অপচয় করি। যা আমরা একটু চাইলেই নিয়ন্ত্রন করতে পারি। সেখান থেকে কিছু কিছু আমরা এই Society / Foundation এ জমা করতে পারি। সবাই যদি প্রতি মাসে একটা ন্যূনতম অর্থ দিয়ে একে চলমান রাখি তাহলে এটি ই আমাদের কে একসাথে জুড়ে রাখবে। আর মানবতার সেবায় হাত বাড়িয়ে পেতে পারি মনের প্রসান্তি। এর পরে যদি সবাই চায় তাহলে আরও অনেক কিছু করা যেতে পারে এর মাধ্যমে। চাই কি একটা কলোনি বানিয়ে ফেলা সম্ভব অদুর ভবিষ্যতে ।তবে সবার আগে দরকার সকলের প্রতি সকলের নিঃস্বার্থ আন্তরিকতা ও আস্থা ।
বলে ফেললাম। এখন সকলের যা ইচ্ছে।
বিঃ দ্রঃ বড় ভাইদের প্রতি আবেদন একটু ভেবে দেখার জন্য।
সকলে দয়া করে নিজ নিজ মতামত পেস করবেন।
No comments:
Post a Comment