Wednesday, May 4, 2016

আজ শরীরটা বেশী ভাল লাগছে না গতকাল রাতে বুকের মাঝে ব্যাথা


আজ শরীরটা বেশী ভাল লাগছে না গতকাল রাতে বুকের মাঝে ব্যাথা ও বুক জ্বালা করছিল।সকালে অফিসে এসে ১১টার দিকে মুরাদ কে ফোন দিলাম,মুরাদ বলল চিটাগাং মেডিকেল এ চলে আসতে।এদিকে নিরু ভাই ফোন দিয়ে বলল, লিপি আপার জানাযা নাকি যোহর এর নামাজের পর।আমি যেতে পারি নি,তবে নিরু ভাইয়ের কথাতে পোস্ট করে সবাই কে অবগত করি।মুরাদ ইসিজি করতে দেয়,সেই মেডিকাল এ ইসিজি করিয়ে আনে।রিপোর্ট এ তেমন কিছু না পেলে ও ভাই টি মেডিকেল এ ভর্তির জন্য বলে ও ঔষুধ দেয়।এবং অনেকক্ষণ সেখানে ছিলাম,তারপর একটা ব্লাড টেস্ট দেয়।সেভরনে করেছি আগামীকাল রিপোর্ট নিব।যদি কোন খারাপ কিছু হয় তবে মেডিকেল এ ভর্তি হতে হবে।ছোট ভাইয়ের নির্দেশ। বাকীটা আল্লাহ উপর।সবাই দোয়া করবেন।আর আমাদের ছোট ভাই মুরাদের জন্য সবাই দোয়া করবেন যেন ভাইটি অনেক বড় ডাক্তার হয়।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss