Wednesday, May 4, 2016

কবি কাব্যর চাঁদে ভ্রমন


লিখাঃ কবি কাব্য
ইহা একটি শিশুতোষ গল্প।।।।
সেদিন ছিলো না কোন গাড়ি,
তাই ছিলো না চাঁদে যাওয়ার কোন তাড়াতাড়ি।
সেদিন ছিলো না কোন রকেট।
সেদিন শুধু পলিথিন ছিলো ছিলো না কোন পকেট।

সালটা তখন ২০৫০।তখন পৃথিবী ছিলো black & white।তখন দিনে সূর্য উঠত কিন্তু রাতে চাঁদ উঠিত না।কারণ সূর্য মামা চাঁদ মামাকে আলো দিতো না।এমন একটা সময়ে কবি কাব্য চাঁদে যাওয়ার সিদ্ধান্ত নিলো।কিন্তু কিভাবে যাবে তা নিয়ে দুশ্চিন্তা টা যেন প্রকট হতে লাগল।তাই উপায়ান্তর না পেয়ে কবি কাব্য ডিজনি ওয়ার্ল্ড থেকে ডোরেমন কে নিয়ে আসল তার এনিওয়ে ডোর দিয়ে চাঁদে যাওয়ার জন্য।কথামতো ডোরেমন তার পকেট থেকে এনিওয়ে ডোর বের করল কিন্তু সমস্যা হলো ডোর টা খোলা যাচ্ছলো না।তাই ডোর ঠিক করার জন্য নিক চ্যানেল থেকে নিঞ্জা হাতুরী কে নিয়ে আসা হলো।নিঞ্জা হাতুরী তার নিঞ্জা টেকনিক ব্যবহার করতে পারছিলোনা,কারণ সে নাকি জন্ডিস এ আক্রান্ত।আবার দুশ্চিন্তায় পড়ে গেলো কবি কাব্য।তাই এবার ফুরফুরি নগর থেকে মটু ও পাতলু জুটি কে নিয়ে আসা হলো।তারা দুইজনই হাজার চেষ্টা করে এনিওয়ে ডোর টি খুলতে পারছিলো না।


এমন অবস্থায় হটাৎ করে পাতলুর মাথায় একটা বুদ্ধি এলো।সে চটজলদি ট্রাক এ করে ট্রাকভর্তি ছমুছা নিয়ে আসল মটুর জন্য।মটু তা সব খেয়ে ফেল্লো কিন্তু দরজা ভাঙতে পাড়লো না।কারণ ছমুসা তে মরিচ বেশি দেওয়া হয়েছিলো।এতে ঝালের প্রকট এতো বেশি ছিলো যে মটু পানি খেতে আটলান্টিক মহাসাগরে ঝাঁপ দিলো।অতএব দরজা ফরজা বাদ দিয়ে সনিক চ্যানেলেত শিবা'র কাছে যাওয়া হলো তার উড়ন্ত সাইকেল টি ভাড়া নেওয়া হলো।তো কবি কাব্য শিবাকে বলিল "ওহে বাচ্চা এদিকে আসোতো।" তখন শিবা বলে উঠল "বাচ্চা নাহি কেহনা আংকেল।শিবা,শিবা নাম হে মেরা।" তো কবি কাব্য উক্কে উক্কে বলে শিবা থেকে উড়ন্ত সাইকেলটি নিয়ে চাঁদের উদ্দেশ্যে রওয়ানা হলো।যাত্রাপথে ধুমকেতুর সাথে সংঘর্ষ এ সাইকেল টি নষ্ট হয়ে গেলো।

ব্যস কবি কাব্য ফ্লাইং সসার এ করে চাঁদে পৌছে গেলো।।।।।।।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss