Wednesday, May 4, 2016

আজকে মামুনের পোষ্ট দেখার পর থেকে মামুনের জন্য খারাপ লাগতেছে


আজকে মামুনের পোষ্ট দেখার পর থেকে মামুনের জন্য খারাপ লাগতেছে। ওর মনে হয় মন খারাপ। তা না হলে আজকে রিপন ভাইয়ের বিবাহ বার্ষিকীতে মামুনের কোন পোষ্ট নাই কেন? আমি শুক্রবারের নলার পোষ্ট দেওয়ার পর মামুনের মন খারাপ। অবশ্য মামুন ভাল করে জানে নলার পোষ্ট দেওয়ার জন্য আমি দায়ী নই। আমাকে বড় ভাইরা বাধ্য করছে পোষ্ট দিতে। মামুন খুবই সহজ সরল ভাল ছেলে। ওর মনের মধ্যে কোন প্যাঁচ গোছ নাই। তারপরেও কেমনে যেন প্যাঁচ লেগে যায়। ও পেইজের কার কখন জন্মদিন, বিবাহ বার্ষিকী, মৃত্যু বার্ষিকী ইত্যাদি নিয়ে যে হারে পোষ্ট দেয়, তা আমার মনে হয় আর কারো দ্বারা সম্ভব নয়। মামুনের মনটা যেমন বড় আবার তেমনি নরমও। ও কাউকে সহজে না করতে পারে না। ওর সহজ সরল মনটার কারনে অনেক সময় সবাই ওকে বোকা মনে করে। আর একটি কথা পেইজে অনেক জনকে নিয়া মামুন অনেক পোষ্ট দিছে। অথচ ওরে নিয়া আমরা কয়জনে পোষ্ট দিছি? মামুন মন খারাপ করিস না। 

নলা খেলে একটু আধটু খারাপ লাগতেই পারে। এতে ভয়ের কিছুই নাই। তোর টেস্ট পরীক্ষার রিপোর্ট আশাকরি আল্লাহর রহমতে ভাল হবে। গ্যাসের ওষুধ নিয়মিত খাইছ। আর তুই পোষ্ট দিতে থাক দেখবি, সবাই দোয়ায় তোর কিছুই হবে না। Aslamuddin Mamun

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss