বড় মাঠ বলতে আমরা যেটা চিনতাম সেটা হল, সে মাঠে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হত। বছরের শুরুর দিকে।কলোনি এর প্রায় শেষ প্রান্তে ছিল এই মাঠ টা। আমি নিজে কোন খেলায় অংশ গ্রহণ না করলেও দেখতে যেতাম।মাঠের একপাশে ১ টা দোকান ছিল যেটা পলাশের দোকান বলত। এই বড় মাঠে যেদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা র চূড়ান্ত আসর বসত সেদিন সাজ সাজ রব পড়ে যেত।নানারকম এর কাগজ দিয়ে মাঠের সীমানা নির্ধারণ করা হত।সবচেয়ে আকর্ষণ এর রাউন্ড ছিল যেমন খুশি তেমন সাজো। এই রাউন্ড এ আমাদের স্কুলের ভাই বোন দের যে সৃজনশীল তা দেখতাম,তা বাইরের কোন স্কুলেই আর দেখিনি। মাঠ এর বাইরে দুই তিন জন ছাতা নিয়ে আচার বিক্রি করতে বসতেন। চালতা,বরই,তেতুল ইত্যাদি। বাসা থেকে টাকা নিয়ে ওই আচার খেতাম আর খেলা দেখতাম।আম্মা প্রায়ই বলতেন, রং মেশানো আচার খেলে পেট খারাপ হবে, নানারকম এলারজি হবে।কিন্তু কোন দিন হয়নি।এখন ত অনেক ভাল রেস্তোরা র খাবার খেয়েও অনেকে অসুস্থ হয়ে পড়ে।
photo- Taskin Ashiq

No comments:
Post a Comment