সাল ও সময় মনে নেই তবে মনে আছে সেই সময়ের ফ্যাশন। সাদা ফিনফিনের সাট, বেল্টবটম প্যান্ট আর হাইহিল সু। আমরা তখন থাকতাম ই-৮।
ইদের শপিংের জন্য বাবার সাথে গেলাম সেই ফেমাস রেয়াজউদ্দিন বাজারে। বাবা সবার জন্যি কেনাকাটা করছেন কিন্তু আমার জন্য কিনছে না। সাথে আমার ভাই টা আছেন। বললাম কিরে আমার টা কিনবি না। তর টা পরে কারন তুই যা চাইছিস বাবা তা তুকে কিনে দিবে না। বাবা আমাকে এ সাট ও প্যান্ট দেখায় কিন্তু সব টা তে আমার না। শেসে বকা জকা করে পেলাম সেই ফ্যাসনের সামগ্রিক সমুহ।
আমার কি আনন্দ ধরে রে।।।।
No comments:
Post a Comment