২৬টা বছর পর!!! ধন্যবাদ জিয়া। সুন্দর একটি আয়োজন। আমি/শাজাহান/জিয়া/মোল্লা[অপু]/স্বপন, সাথে জসিম এবং দুইটা অপ্রাপ্ত বয়সী "পোলাপান" নাজমুল ও নীরু। জিয়ার বাসায় একটা জম্পেস আড্ডা হয়ে গেলো। আড্ডায় রসদ ছিলো ভরপুর!! অনেক কিছুই নিয়ে আমরা আলাপ করেছি। আমাদের সাথে শাজাহান যোগ দেওয়াতে, আড্ডাটি পুরাপুরি একটি গঠন মুলক রুপ ধারন করে। আমরা আশাবাদি।
লোপা ভাবীর আন্তরিকতায় আমরা মুগ্ধ।[আহারে, আমার সারাফের মা ক্যারে, লোপা ভাবীর মত হইলো না??]। কত কিছুই না, আমাদের জন্য রান্না করেছে। ইচ্ছামত খাইছি। ডায়াবেটিস বাড়লে বারুক!!
ভাবী আপনি কি জানেন!! জিয়ার বয়স এখন ৫৩!!!!!!! বিশ্বাস হয়না?? শাজাহানের কাছে দলিল পত্র আছে!! জিয়ার বয়স ৫৩ হলে, আমি/শাজাহান/মোল্লাও-৫৩ বছর!! তাই কালকে আমরা একমত হয়েছি, আমরা ৪৭-এর উপর আমাদের বয়স বলবো না!!!! আগামি ৩ বছর জন্য ৪৭ বছর আমরা ফিক্সড করে নিয়েছি!! নিরু/নাজমুল/জসিম এখন্ও ৪০-এর কোঠায়!! এটাও আগামী ৩ বছরের জন্য ফিক্সড করা হইলো!!!
আবারও ২৬টা বছর পর!! নবাবিতে একটি চমৎকার আয়োজন। বন্ধু শাজাহানের জন্মদিবস পালন। ছোট/বড় ভাই-বোনেরা একত্রিত হয়েছিলো। কেক কাটা সাথে খাওয়া দাওয়া। আন্তরিকতা পুর্ন একটি সন্ধ্যা/রাত কেটে গেলো। গতকাল শনিবার-টি, শাজাহান শুধু আমাদের জন্য-ই বরাদ্দ রেখেছিলো। বন্ধুটি দারুন আশাবাদি, আমাদের csm-পেজ নিয়ে। পাশে থাকো বন্ধু তুমি, এই আমাদের কামনা। অজস্র ধন্যবাদ বন্ধু শাজাহান-কে, আমাদের csm-পেজের পক্ষ থেকে।
ধন্যবাদ ৯৫- ব্যাচ কে। স্কুল- প্রাংগনে একটি সুন্দর আয়োজন করার জন্য। আড্ডা শেষে, সবাই মিলে ছুটে গেলাম কাঠঘর। চা-চক্র পর্ব। খোকনের বাসায়। দারুন একটি সময় কেটে গেলো। অজস্র ধন্যবাদ ৯৫-ব্যাচ সহ অন্যান্য ছোট ভাই/বোনদের, একটি অসাধারন দিন উপহার দেওয়ার জন্য।
তোমাকেও অজস্র ধন্যবাদ, csm-পেজ, আমাদের বার/বার মিলিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।।
No comments:
Post a Comment