যদি জানতে চাওয়া হয় কলোনি র জাতীয় গাছ কি? সবাই বলবে, নারকেল গাছ।যেদিকে তাকাই শুধু এই গাছ,সেটা পুকুরপাড় হোক, বা বিল্ডিং এর সামনে বা খেলার মাঠ। সারা কলোনি টাকে ছায়া দিয়ে ঢেকে রেখেছিল এই গাছ। পুকুরপাড় এর নারকেল গাছের আড্ডা ত বিখ্যাত। আমাদের বিল্ডিং এর ছয়টা বাসার জন্য ৪ টা নারকেল গাছ বরাদ্দ ছিল।১ টা মানিক ভাইদের,১ টা রিনিদের,১ টা রিনা আপাদের, আর ১ টা আমাদের,রিপা আপাদের আর রুবি আপাদের তিন ফ্যামিলি মিলে এক গাছের নারকেল,ডাব ভাগ করে খেতাম।গাছটার নিচে অনেক খেলেছিও।
১৯৯১ এর বন্যার সময় নারকেল গাছ টা পড়ে যায়। পানি নেমে যাবার পর আমরা সেটাকে রেলগাড়ি বানিয়ে খেলতাম।একদিন কতৃপক্ষ গাছটা টুকরা টুকরা করে নিয়ে যায়। আমাদের আর নারকেল এর কোন গাছ থাকল না।রিনা আপার আম্মা মাঝেমাঝে ডাব পাড়লে দিতেন।কিংবা দাদার বাড়ি থেকে আনা হত নারকেল।
কিন্তু গাছের ছায়া যেটা বেশি মিস করতাম সেটা দেবার জন্য কাউকে পেতাম না।মাঝেমাঝে গাছটার শিকড় যেখানে ছিল সেখানে দেখতে যেতাম,দেখতাম অন্য গাছ গজিয়েছে।একসময় নারকেল গাছটার কথা বেমালুম ভুলে গেলাম

No comments:
Post a Comment