স্কুলে যেদিন প্রথম যাই ভর্তি পরীক্ষা দিতে, সেদিন আমি মাসুদ আর বাবু পাশাপাশি বসছিলাম।যাতে একজন কিছু ভুলে গেলে অন্যজন মনে করিয়ে দেয়। কিন্তু তিন জনের একসাথে বসা হয়নি। আমাকে উঠিয়ে আরেক পরীক্ষার্থী র পাশে বসিয়ে দেয়া হয়। বিরক্ত লাগছিল।আমাদের রুমে এসেছিলেন ফেরদৌসি আপা,জেবু আপার আম্মা। উনি বললেন যারা ক থেকে ম পর্যন্ত পারে তারা সেটুকু লিখতে আর যারা ক থেকে ঁ পারে তারা সব লিখতে। ১ থেকে ২০, a,b,c,d লিখতে। আমি ক থেকে ম পর্যন্ত লিখে চলে আসলাম। বাসায় আসার বলল কম লিখছি বলে নেয়া হবেনা। কিন্তু আমি ত আপার কথা অনুযায়ী লিখছি,তা বুঝানো র চেষ্টা করলাম। মনে মনে ভয় হচ্ছিল যদি না নেয়।কিন্তু না, ঠিকই নেয়া হয়েছিল। তবে মাসুদ আর আমি আলাদা ক্লাসে পড়ছিলাম,তাই ভাল লাগেনি
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment