Tuesday, July 19, 2016

আইসিসি ট্রফির ক্রিকেটের কথা মনে আছে?


আইসিসি ট্রফির ক্রিকেটের কথা মনে আছে? একবার ১৯৯৪ সালে কেনিয়ায়, আরেকবার ৯৭ সালে মালয়েশিয়ায় কুয়ালালামপুরে। ৯৪ সালে অধিনায়ক ফারুক আহমেদের কিছু ভুল সিদ্ধান্তে শিরোপার এক বারে কাছাকাছি গিয়ে স্বপ্ন ভংগ, যার ফলশ্রুতিতে ৯৬ সালে পাশের বাড়ি ভারত,পাকিস্তান আর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা। পাশের দেশ গুলোতে খেলা হচ্ছে আর আমরা খালিই দর্শক, এ কষ্ট পুড়িয়েছে ৯৭ সাল পর্য্যন্ত। 

৯৭ এ মালয়েশিয়া তে আইসিসি ট্রফির প্রথম পর্বেই ধাক্কা খেতে যাচ্ছিল বাংলাদেশ, সাদা চামড়ার আম্পায়ারের কিছু ভুল সিদ্ধান্ত আর ব্যাটস্ম্যান দের ব্যার্থতায় আরেক বার যখন স্বপ্নভংগের যন্ত্রনায় ডুবতে যাচ্ছিল এ জাতি ঠিক তখনই অধিনায়ক আকরাম খানের দৃঢ় ব্যাটিং সে খাদের কিনার থেকে টেনে তুলে আনে আমাদের। তারপর তো সেমিফাইনালে স্কটল্যান্ড কে হারিয়ে ৯৯ এর ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ টিকেট কনফার্ম আর রুদ্ধশ্বাস ফাইনালে কেনিয়া কে ১ রানে হারিয়ে নিজেদের অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া।

সেই ৯৭ সালে এত যোগাযোগ প্রযুক্তি ছিলনা, খেলার চলতি ধারাবিবরণী শোনার জন্য সবার হাতে হাতে ছিল এক ব্যান্ডের রেডিও, কি রাস্তায়, হাটে মাঠে ঘাটে,অফিস আদালত স্কুল কলেজ সর্বত্র সবার হাতে হাতে রেডিও। সে এক দেখার মত দৃশ্য। 

বাংলাদেশে বিশ্বে পজেটিভ কাজে যতটুকু পরিচিতি পেয়েছে তার মধ্যে ক্রিকেট টাই সর্বাগ্রে বলা যায়।
যুগেযুগে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক প্রজন্মের পর প্রজন্ম।

( ৯৭ এর আইসিসি ট্রফি জয়ী বাংলাদেশ ক্রিকেট টীম)

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss