সিএসএম পেজে বর্তমানে সবচেয়ে বেশী পোস্ট মনে হয় আতিক ভাই ও জনির।সামনের আড্ডা তে তাদের দুজনকে পুরুস্কৃত করা হবে।নাজমুল ভাই কি কন? রেজা ভাই আগের মত লিখে না কেন? কমু ভাই লেখা কমিয়ে দিয়েছে।আমি একটু অসুস্থ তাই বেশী লিখতে পারি না।তবে চেষ্টা করি সবার পরিচিতি তুলে ধরার।যাতে সবাই মনে করে পেজে যে সে আছে তাকে সবাই জানুক।অনেকে হয়তো ভূল বুঝে তাই, আর পরিচিতি তুলে ধরবো না।চেষ্টা করবো কিছু স্মৃতি লিখতে।যদি কাউকে নিজের অজান্তে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করবেন।সবাই ভাল থাকুন ও সিএসএমের সাথেই থাকুন।কারন এখানে আমরা আমরাইতো।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment