Tuesday, July 19, 2016

যাদের মাথা ঠান্ডা তাদের মন গরম


যাদের মাথা ঠান্ডা তাদের মন গরম। আর যাদের মাথা গরম তাদের মন কিন্তু নরম। ভদ্র, নম্র, সদা বিনয়ী, পরোপকারী, Aslamuddin Mamun ও নরম মনের মানুষ। পরিবারের চেয়ে সিএসএমকেই বেশি সময় দেন। এই নিয়ে পরিবারের মধ্যে অনেক অভিযোগ। কিন্তু মামুন এই সবকে আমলে নেয় না। সিএসএম এর যে কোন প্রোগ্রামকে মামুন এত আন্তরিক ভাবে নেয় যে, দেখে মনে হয় এটা তার পরিবারের প্রোগ্রাম। যেটা আর কারো পক্ষে সম্ভব নয়। সিএসএম এর কারো জন্মদিন, মৃত্যু দিবস, বিবাহ বার্ষিকী ইত্যাদি নোটিশ করা বা সবাইকে মনে করিয়ে দেয়া এই সব কাজ মামুন প্রতিনিয়ত আন্তরিকতার সহিত করে থাকে। ইদানিং তার শরীরটা একটু নরম হয়ে গেছে। কিন্তু মনোবল এখনো আগের মত অটুট আছে। সিএসএম এর সবার কাছ থেকে মামুনের একটাই চাওয়া ভালোবাসা ও দোয়া।তাই সবাই মামুনের জন্য দোয়া করবেন যেন মামুন সব সময় হাসি খুশি প্রান চঞ্চল থাকতে পারে।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss