Tuesday, July 19, 2016

অনেক দিন স্ট্যাটাস দিই না....দিব দিব করে আর দেয়া হয় না


অনেক দিন স্ট্যাটাস দিই না....দিব দিব করে আর দেয়া হয় না। অবশ্য একখান স্ট্যাটাস দিতেও মন মানসিকতা ভালো থাকা চাই।
তার কতটুকুই বা আমার ছিল! 
মা-বাবা চির দিনের নয়..... কিন্তু ছোটবেলায় বাবার হাত 
ধরে স্কুলে যাওয়া আর মায়ের চারকোনা পরটার টিফিন এখনো মুখে লেগে আছে!
বিবাহিত জীবন থেকে শুরু করে আমার মেয়ে দুইটাকে কোলে পিঠে করে বড় করার পিছনেও আমার মা এর স্পর্শ লেগে আছে। 
কাজের ফাঁকে যখনই মনে পড়ে মা আমাদের ছেড়ে চলে গেছেন! তখনই পেটের ভেতর একটা বোমা বিস্ফোরন হয়। মেনে নিতে পারি না.....মা নেই আর মাঝে মাঝে মায়ের কন্ঠে রাশু ডাকটা শুনতে পাই। 
তখন আমার মত আরেকটা মানুষ যেন বুকের ভেতর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে....!
মা গো তোমায় বড্ড ভালোবাসতাম এখনও বাসি। হয়তো রাগের মাথায় তোমার সাথে ঝগড়া ও করতাম আর তুমিও বলতে
"আমি না থাকলে বুঝবি!! "
তখনও বুঝতাম আর এখন বাস্তব! তাই বুঝি
তুমি ছাড়া দুনিয়া মুল্যহীন। :'( :'( :'(

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss