Friday, October 23, 2015

আমি,আপেল আর নাসের



আজ গিয়েছিলাম তারিকের ওখানে। আজো কিছু নতুনমুখ দেখলাম। সামির আব্বা আম্মা এসেছিলেন আজ। খুব ভাল লাগলো বাবা মা পর্যায়ের মানুষ জন দেখে। দেখা হল শুভ আর তার বউয়ের সাথে,এসেছিল ম্যাথিউ,কাজি(বিয়ে পড়ায় না),মনির আর যথারীতি রফিক,জাবেদ,আপেল আর নাসের। প্রায় নয়টা অব্দি ছিলাম। খুব ভাল লাগলো। আজ গাড়ি ছিল না সাথে,একবার ভেবেছিলাম যাবোনা। কিন্তু আমার একটা মেডিসিন শেষ হয়ে গেছে যা পাওয়া যায় শুধুমাত্র আনোয়ার খানে। যেতেই হবে ওদিকে তাই ভাবলাম তারিকের কাছে বসবো পরে মেডিসিন কিনে ফিরবো।তারিকের ওখান থেকে সবশেষে বের হলাম আমি,আপেল আর নাসের। 


এই ছেলেগুলা আমাকে শুধু ডাকার জন্য না আসলেই বুবু মনে করেই ডাকে। যেহেতু গাড়ি নেই সাথে,আমি ওষুধ কিনতে যাবো এতদুর ওরা বল্ল আপনি এখানে দশ মিনিট বসেন আমাদের সাথে বাইক আছে, একটানে গিয়ে এনে দিচ্ছি। কিছুতেই আমার আপত্তি শুনলো না। আমি পপুলার এর নিচে বসে থাকলাম, ওরা আসলেই দশ মিনিটে এনে দিল। এত আরাম লাগল যে ভাষায় প্রকাশ করার না। এরা আসলেই আমার ভাই। ভাইরা এভাবেই বোনকে কেয়ার করে। এই ব্যাপারটা আমার কাছে নতুন। তিন বোন আমরা। এখন এই পেইজের সুবাদে সত্যি কারের ভাই পেলাম। আল্লাহ আমার সব কটা ভাইকে সুস্থ রাখুক।

Mahmudul Hasan, তারিকের passport size ছবিটা মুল ঘটনা সহ আপলোড কর জলদি। ওইটা মারাত্মক একটা পিস।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss