Friday, October 23, 2015

" কলোনি ও ড্রেন"



"কিগো আন্নেরা বেকে মিলি একলগে কোনাই গেছেন ?"

আজকে একটা ঐতিহাসিক ছবির পোষ্ট-মটেম করবো আমরা, ছবিটির বিষয় বস্তু হল , " কলোনি ও ড্রেন"

এই ঐতিহাসিক ছবিটির মধ্যে সবাই আমাদের কলোনির কয়েকজন সুদর্শন বালককে দেখতে পাচ্ছি, তারা ছবি তোলার জন্য অনেক প্রিপারেশন নিয়ে এসেছিলেন, তা তাদের পায়ে জাম্প কেডস/ পেগাসাস/ পাওয়ার কেডস দেখে, আর পরনে সবচেয়ে প্রিয় পোষাকটা দেখেই বুঝা যাচ্ছে। তার উপরে তখনতো আর মোবাইলে ছবি তোলা হত না, রিল (নেগেটিভ) সিস্টেম ক্যামেরা ছিলো, ছবি তুলতে হলে অনেক আয়োজন করতে হত, কারন এক রিলে সর্বোচ্চ ৩৬ টা ছবি তোলা যেত, তাই প্রতিটা ক্লিক'ই ছিলো মুল্যবান।


আজকে আমাদের আলোচ্য বিষয় হল, এত মাঞ্জা মাইরা ছবি তুলতে এসে, সবাই মিলে ছবির পোজ দেয়ার জন্য যে জায়গাটা সিলেক্ট করেছেন, তা বিশেষ ভাবে লক্ষনীয় !!!, "একেবার ড্রেনের উপরে গাদাগাদি করে !!!! " তাহাদের ড্রেনের প্রতি এহেন ভালোবাসা কার কার মন কেড়ে নিয়েছে ?

আচ্ছা ক্যামেরা ম্যান বেচারা কোথায় ছিলো ?

Mohammed Kamar Uddin কমু ভাই

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss